বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে আন্তর্জাতিক বাজারে দিনে দিনে বেড়েই চলেছে সার ও কীটনাশকের (Fertiliser) দাম। এই পরিস্থিতিতে বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে সার ও কীটনাশকের উপরে ১৪০ শতাংশ ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।
সম্প্রতি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা খাতে প্রধানমন্ত্রী মোদী সরকার ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে দেশের সকল কৃষকদের জন্য। এরপরই কীটনাশক এবং সারের উপর ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। যার ফলে কিছুটা হলেও আশার আলো দেখল কৃষকরা।
বুধবার এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে এক রিপোর্ট পেশ করা হয়। যেখানে দেখানো হয়- আন্তর্জাতিক বাজারে ফসফরিক অ্যাসিড, অ্যামোনিয়া প্রভৃতি কৃষিকাজের সঙ্গে যুক্ত প্রয়োজনীয় জিনিসের দাম দিনে দিনে বেড়েই চলেছে। তখনই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও, কৃষকদের থেকে কোনভাবেই অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না। সেক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে দেবে। পুরনো দামেই কৃষকদের সার, কীটনাশক দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, ডিএপির একটি ব্যাগের দাম গতবছর ছিল ১৭০০ টাকা। কিন্তু সেখানে সরকার ৫০০ টাকা ভর্তুকি দেওয়ার পর কৃষকরা তা কিনতে পারতেন ১২০০ টাকায়। তবে বর্তমান সময়ে ডিএপির এক একটি ব্যাগের দাম দাম ৬০ থেকে ৭০ শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ২৪০০ টাকা। যার ফলে কৃষকদের আগের থেকে দ্বিগুণ দামে কিনতে হত। কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে ভর্তুকির পরিমাণ ১৪০ শতাংশ বাড়িয়ে দিয়ে, আগের দামেই অর্থাৎ ১২০০ টাকায় কিনতে পারবেন কৃষকরা। সাধারণভাবে প্রতিবছর প্রায় ৮০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। তবে এই ঘোষণার পর তা ১৪ হাজার ৭৭৫ কোটি টাকা বেড়ে গেল।