বাংলাহান্ট ডেস্কঃ সোমবার সকালেই তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। এই পরিস্থিতিতে বিপর্যয়ের আগাম পূর্বাভাস পেয়েই আরও ২৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল (Eastern Railway)। রবিবার এক বিবৃতি জারী করে এমনটাই জানাল পূর্ব রেল কর্তৃপক্ষ।
Deep Depression over Eastcentral Bay of Bengal intensified into Cyclonic Storm ‘Yaas’ and about 600 km of Port Blair. To intensify into a Severe Cyclonic Storm during next 24 hours and into a Very Severe Cyclonic Storm during subsequent 24 hours. pic.twitter.com/HfREdsMtOL
— India Meteorological Department (@Indiametdept) May 24, 2021
সোমবার সকালেই ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়ে গিয়েছে সাগরে অবস্থান করা গভীর নিম্নচাপ। সকাল ৯ টা নাগাদ জানাল আবহাওয়া দফতর (weather office)। উপগ্রহ চিত্র মারফত সেই চিত্র দেখে আপডেট দিল হাওয়া দফতর। ইতিমধ্যে বেশকিছু জায়গায় বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে।
এই পরিস্থিতিতে বাংলা এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৎপর রেল কর্তৃপক্ষ। আগে থাকতেই বেশকিছু ট্রেন বাতিল করার পর, আরও ২৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল। করোনা আবহে বাংলায় লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখাহলেও, দূরপাল্লার কিছু ট্রেন পরিষেবা চালু ছিল। বর্তমানে ইয়াসের বিপর্যয়ের আশঙ্কায় তাও বাতিল করল রেল।
পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রয়েছে রেল কর্তৃপক্ষও। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে করা হয়েছে বিশেষ ব্যবস্থা। কারশেড থেকে ট্রেন সরিয়ে অন্যত্র নিয়ে ফাঁকা বগি চেন দিয়ে বেঁধে রাখার ব্যবস্থাও করা হয়েছে। সেইসঙ্গে লাইনে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থাও করা হয়েছে।
দেখে নিন বাতিল থাকছে কোন কোন ট্রেন-
Some Eastern coastal area bound train will remain cancelled in view of cyclone 'YAAS' as precautionary measure. pic.twitter.com/Kf6p7tYnFG
— Eastern Railway (@EasternRailway) May 23, 2021
সোমবার এবং মঙ্গলবার বাতিল থাকছে- ০২৬৪৩ এর্নাকুলম-পাটনা জংশন, ০২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট।
সোমবার বাতিল থাকছে- ০৫৯৩০ নিউ তিনসুকিয়া-তামবরম এবং ০৫২২৮ মুজফ্ফরপুর-যশবন্তপুর, ০৬৫৭৮ গুয়াহাটি-যশবন্তপুর স্পেশ্যাল ট্রেন।
মঙ্গলবার বাতিল থাকছে- ০২৫১৬ আগরতলা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশ্যাল, ০২৫০৭ ত্রিবান্দ্রম সেন্ট্রাল-শিলচর স্পেশ্যাল, ০৮৪৫০ পাটনা জংশন-পুরী, ০২৫১৫ বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট-আগরতলা স্পেশ্যাল।
বুধবার বাতিল থাকছে- ০২৬১১ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন, ০২২৫৪ ভাগলপুর-যশবন্তপুর, ০২৩৭৬ সিজি তামবরম, ০২৫৫২ কামাখ্যা-যশবন্তপুর। পাশাপাশি ২৮ এবং ২৯ শে মে’ও বাতিল থাকছে বেশকিছু ট্রেন।