বিরাট-পূজারা-রাহানে নয়, এই তরুণ ব্যাটসম্যানই মাথা খারাপ করে দিচ্ছে কিউই বোলারদের

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 2 ই জুন ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। তবে তার আগে নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জর্জসেন জানিয়ে দিলেন কোন ভারতীয় ব্যাটসম্যান তাদের মূল টার্গেট?

এক সাংবাদিক সম্মেলনে জর্জসেন জানিয়েছেন, “বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা থেকে শুরু করে ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যানই ভয়ঙ্কর। এই ব্যাটসম্যানদের পারফরম্যান্স দেখলে যেকোন দলের বোলিং বিভাগ ভয় পেয়ে যাবে। তবে এই ম্যাচে অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে আমাদের প্রধান টার্গেট হবে ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।”

skysports rishabh pant india 5293755

জর্জসেনের কথায়, ” ঋষভ পন্থ একজন অত্যন্ত বিপজ্জনক ব্যাটসম্যান। যেকোনো সময় ম্যাচের রং পাল্টে দিতে পারেননি ঋষভ। ও খুবই আত্মবিশ্বাসী, সবসময় পজিটিভ চিন্তাভাবনা নিয়ে মাঠে নামে এবং শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করে। যা বিপক্ষ দলের বোলারদের নার্ভাস করে দেয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওর ব্যাটিং আমরা দেখেছি বেশ কয়েকটি ম্যাচ একাই ভারতকে জিতিয়ে দিয়েছিল। তাই এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমাদের প্রধান টার্গেট হবে ঋষভ পন্থের উইকেট।”


Udayan Biswas

সম্পর্কিত খবর