রাস্তার ধারে পড়ে রয়েছে বস্তাবন্দি লাশ, সামনে যেতেই খুলল রহ্যস! তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে কোভিড নিয়ে রীতিমতো আতঙ্কিত মানুষ। চারিদিকের এই মৃত্যুর মিছিলে মৃতদেহের সৎকার হয়ে উঠেছে এক বড় দায়। কোথাও লোকের অভাব, কাঠের দাম দ্বিগুণ হয়ে যাওয়া, কখনো বা করোনা আতঙ্কে তাড়াতাড়ি মৃতদেহের একটি সদ্গতি করতে পারলেই যেন দায় মুক্ত হয় সকলে। সেই কারণেই কেউ লাশ ভাসিয়ে দিচ্ছেন গঙ্গায়, কখনো পুঁতে দেওয়া হচ্ছে নদীর ধারে। কখনোবা মৃতদেহ পড়ে থাকছে পরিতক্ত ব্রিজের নিচে শুকনো বালিতে। এই মর্মান্তিক দৃশ্য গুলি স্বাভাবিকভাবেই সৃষ্টি করেছে আতঙ্ক। আর চারপাশে যা ঘটে তা কখনো কখনো উঠে আসে হাসির আঙ্গিকে।এবার সোশ্যাল মিডিয়ায় এল এমনই এক ভাইরাল ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে জঙ্গলে পাশেই লাশের মতো পড়ে রয়েছে কিছু একটা। তার আদ্যপ্রান্ত ঢাকা সাদা কাপড়ে। স্বাভাবিকভাবেই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন আশেপাশের মানুষ। আশঙ্কা হয়তোবা কোভিড আক্রান্ত কোন মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে এখানেও। অন্য সময় হলে হয়তো কাছে গিয়ে বিষয়টি দেখার চেষ্টা করতেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে সাহসে কুলোয় না কারোরই। বরং রাস্তায় জমে যায় ভিড়। দাঁড়িয়ে পড়ে বাইকের পর বাইক। সকলেই চিন্তিত কি থাকতে পারে ওই সাদা কাপড়ের তলায়। ডেকে আনা হয় পুলিশকেও। বিষয়টি প্রথম কাছ থেকে দেখতে এগিয়ে যান পুলিশকর্মী। কিন্তু হাতের লাঠি দিয়ে খোঁচা দিতেই কাপড়ের ভিতর থেকে চোখ রগড়াতে রগড়াতে উঠে বসে এক ব্যক্তি। বোঝাই যায় ঘুমোচ্ছিলেন তিনি। কিন্তু এই পরিস্থিতিতে আদ্যপ্রান্ত মুখ ঢেকে ঘুমানোয় তাকে দেখেই আশঙ্কিত হয়ে পড়েছে পথচলতি যাত্রীরা।

এই ছোট্ট হাসির ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় দুই মিলিয়ন মানুষ। রিঅ্যাক্ট করেছেন ১ লক্ষ ২৪ হাজার ৬৬৯ জন। কমেন্টও পরেছে ৮৬২ টি। বোঝাই যায়, নিছক মজা করার জন্যই পুরো ঘটনাটি রচনা করেছিলেন কোন ভিডিও ক্রিয়েটার। তবে পরিস্থিতি যখন আতঙ্কজনক, তখন একটি ছোট্ট স্বাভাবিক ঘটনা হয়ে উঠতে পারে কতটা উদ্বেগের কারণ তা আরেকবার বুঝিয়ে দিল এই ভিডিওটি। এখনো সারা দেশে কোভিড সংক্রমণ মোটেই নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টাতেও নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২ ‘লক্ষ ২২ হাজারেরও বেশি মানুষ। উদ্বেগ দ্বিগুণ বাড়িয়ে ফের একবার প্রাণ হারিয়েছেন ৪৪৫৪ জন। এই মুহূর্তে ভাইরাসের কবল থেকে বাঁচতে সকলেই প্রায় গৃহবন্দী , সে সময় এ ধরনের ভিডিও যদি একটু হাসি ফোটায় আপনার মুখে খুব অসুবিধা বোধহয় নেই।


Abhirup Das

সম্পর্কিত খবর