নর্থ ধামড়ায় ল্যাণ্ডফল ইয়াসের, সকাল সাড়ে ৯ টায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়

বাংলাহান্ট ডেস্কঃ স্থলভাগে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas)। নর্থ ধামড়ায় সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ডফল হল ইয়াসের। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস। তাণ্ডব চলবে প্রায় ৩ ঘন্টা ধরে। আবহাওয়া দফতর আগেই জাইয়েছিল, ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগ নিয়ে চাঁদিবাড়ি থেকে ধামড়ার মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় ১৮৫ কিমি। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত সময়ের পূর্বেই আছড়ে পড়ল ইয়াস। একে পূর্ণিমা, তার উপর ভরা কোটাল থাকায় আশঙ্কা তৈরি হচ্ছে।

ল্যান্ডফলের আগেই নিজের রূপ দেখাতে শুরু করেছিল ঘূর্ণিঝড় ইয়াস। আবহাওয়া দফতর (weather office) জানাচ্ছে, দুপুরের দিকে ওড়িশায় প্রবেশ করার পূর্বাভাস থাকলেও, তাঁর আগেই সকাল থেকেই ভদ্রক জেলার ধামড়ায় শুরু হয়েছিল তাণ্ডবনৃত্য। সমুদ্রের জলচ্ছাস সীমানা পেরিয়ে এলাকায় ঢুকে পড়ছে। বেশকিছু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।

অন্যদিকে, দিঘা (digha), চাঁদিপুরে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ৫ ফুট ছাড়িয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বেশকিছু গ্রামে কোমর সমান জল জমতে শুরু করে দিয়েছে। গ্রামের পর গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ল্যাণ্ডফল হওয়ার পূর্বেই তাণ্ডব চলছে একদিকে দিঘা এবং অন্যদিকে ধামড়ায়, ভেসে গিয়েছে বেশকিছু অঞ্চল। জারি হয়েছে লাল সতর্কতা।


Smita Hari

সম্পর্কিত খবর