বাংলাহান্ট ডেস্কঃ যোগ দেবেন না রিভিউ বৈঠকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) সঙ্গে ওয়ান ইস্টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা সকলেই রিভিউ মিটিংয়ে থাকলেও, সেই বৈঠকে থাকবেন না মুখ্যমন্ত্রী।
বুধবার শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas) বাংলার (West Bengal) উপকূলবর্তী এলাকা লণ্ডভণ্ড করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ এই ঘূর্ণিঝড়ের কারণে প্রভাবিত। অনেকের বাড়িঘর, দোকান ছিনিয়ে নিয়েছে ইয়াস। বুধবারের এই ঝড়ের পর আজ রাজ্যের আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকাগুলো ঘুরে দেখবেন।
এরপর শুক্রবার কলাইকুন্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে নবান্নের পক্ষ থেকে দিল্লীকে জানিয়ে দেওয়া হয় যে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সম্ভবত উপস্থিত থাকতে পারবেন না।
বর্তমান সময়ে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাইলেও রিভিউ মিটিং নয়, ওয়ান ইস্টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আজ দুপুর ২.১৫ থেকে ২.৩০ পর্যন্ত মোদী-মমতার বৈঠক হওয়ার কথা থাকলেও, সেই সময়েই প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ান ইস্টু ওয়ান বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী- নবান্ন সূত্রে খবর।