বাংলা হান্ট ডেস্কঃ ছিলেন রাজ্যসভার সাংসদ, এরপর একুশের নির্বাচনে হুগলির তারকেশ্বর থেকে বিজেপির টিকিটে লড়াই করেন। বিজেপির প্রার্থী হওয়ার পরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি টুইটের মাধ্যমে বিজেপি নেতা স্বপন দাশগুপ্তকে (Swapan Dasgupta) কটাক্ষ করেন। মহুয়া মৈত্র বিজেপির প্রার্থী স্বপন দাশগুপ্তর রাজ্যসভার সাংসদ পদ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘সংবিধান অনুযায়ী রাজ্যসভার কোনও সাংসদ যদি শপথ গ্রহণের ৬ মাসের মধ্যে রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সাংসদ পদ বাতিল হবে।”
মহুয়া মৈত্রর এই অভিযোগের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। এরপর তিনি একুশের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি বিধানসভা নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হন। হারের একমাস যেতে না যেতেই স্বপন দাশগুপ্তকে ফের রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করল কেন্দ্র সরকার।
২০১৬-এপ্রিল মাসে প্রথমবার রাজ্যসভার মনোনীত সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেছিলেন স্বপন দাশগুপ্ত। পাঁচ বছর পর আবারও সেই একই পদে ফিরে যেতে চলেছেন তিনি। কেন্দ্র সরকারের সুপারিশ অনুযায়ী, রাজ্যসভায় মোট ১২ জনকে মনোনীত করেন রাষ্ট্রপতি। আর সেই ১২ জনের মধ্যে একজন হলে স্বপন দাশগুপ্ত।