শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে DRDO-র ব্রহ্মাস্ত্র, ঘুম উড়িয়ে দেবে শত্রুপক্ষের

বাংলাহান্ট ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীর (indian army) জন্য শক্তিশালী যুদ্ধাস্ত্র প্রস্তুত করতে সর্বদা নিয়োজিত রয়েছে DRDO। তবে বর্তমানে করোনা আবহে সংক্রমণ মোকাবিলার কাজেও নানারকম ভাবে সাহায্য করে চলেছে দেশকে। এরই মধ্যে শীঘ্রই মরুভূমিতে পরীক্ষা হতে চলেছে, সবচেয়ে দূরে থাকা শত্রুকে ধ্বংস করার জন্য বিশেষ হাতিয়ার অ্যাডভান্সড টড আর্টিলারি গান সিস্টেম অর্থাৎ ATAGS।

প্রচণ্ড গরমের মধ্যে মরুভূমিতে এই যুদ্ধাস্ত্র পরিক্ষণে সঠিক ভাবে সফলতা লাভ করলেই, তবেই তা সেনাদের জন্য ক্রয় করা সম্ভব হবে। জানা গিয়েছে এর রেঞ্জ ৪৮ কিমি। ভারত ফরজ এবং টাটা পাওয়ার একযোগে এই ATAGS যুদ্ধাস্ত্র প্রস্তুত করেছে।

Untitled 11

এবিষয়ে DRDO-র চেয়ারম্যান ডঃ জি গোপাল রেড্ডি জানিয়েছেন, ‘পুরো সফলতার সঙ্গে এই গ্রীষ্মেই জুন মাসে মরুভূমিতে ATAGS-কে পরীক্ষা করা হবে। ধনুশের পর এটি ১৫৫ মিমি দেশীয় কামান, যা ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে’। যদিও এই ধরনের অস্ত্রের ক্ষেত্রে ইসরাইলি সংস্থা এলবিটের ATHOS সবথেকে সস্তা হলেও, এখনও অবধি এবিষয়ে কিছু বলা যাচ্ছে না।

উচ্চ উচ্চতার ট্রায়ালের জন্য উত্তর সিক্কামের লুক্রেপে নিয়ে যাওয়া হয়েছিল ATAGS কে। সহজেই ৫০০ কিলোমিটার পাহাড়ী রাস্তা অতিক্রম করে ১৫০০০ ফিটেরও বেশি উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও এই যুদ্ধাস্ত্র পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর