সরু কোমরে গোঁজা ‘বাম্পার’ লটারির টিকিট, ‘মৌ বৌদি’ রূপে ঠাকুরপোদের ঘুম ওড়াতে আসছেন মনামী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সবুজ ব্লাউজের খাঁজে গভীর বক্ষবিভাজিকা, গোলাপি শাড়ি জড়ানো কোমরে বেড় দেওয়া কোমরবন্ধনীতে ঝুলছে তিন চারটে চাবি। নজর টানছে কোমরে গোঁজা ‘বাম্পার জ‍্যাকপট’ লটারির টিকিট। মুখ দেখা না গেলেও বুঝতে অসুবিধা হয় না ইনি মনামী ঘোষই (monami ghosh) বটে। তবে এখন তাঁর নতুন পরিচয়, মৌ বৌদি (mou boudi)।

হ‍্যাঁ, এই নামেই ডিজিটাল পর্দা কাপাঁতে আসছেন মনামী। আগামী জুনেই শুরু হচ্ছে হইচই (hoichoi) এর নয়া ওয়েব সিরিজ (web series) ‘মৌচাক’ (mouchak)। আর সেই সিরিজেই মূল চরিত্রে রয়েছেন মনামী। মৌ বৌদির পোস্টারটি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে প্রশ্ন, ‘মৌ বৌদি আসছে খুব শিগগিরই, তোমরা রেডি তো?’


টিজার পোস্টার দেখেই কমেন্ট বক্সে ঢল নেমেছে মনামী ভক্তদের। অভিনেত্রীকে নতুন রূপে দেখতে আর তর সইছে না কারোরই। সেই সঙ্গে সকলে অপেক্ষা করছে সিরিজটির ট্রেলার ও মৌ বৌদির সম্পূর্ণ লুকের এক ঝলক দেখার জন‍্য। কমেন্ট করেছেন অভিনেত্রী ঊষসী রায়ও। লিখেছেন, ‘খুব খুব উত্তেজিত’।


উল্লেখ‍্য, এর আগে হইচই এর দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজটি তুমুল জনপ্রিয় হয়েছিল। পরপর তিনটি সিজন মাতিয়ে রেখেছিলেন উমা বৌদি, ঝুমা বৌদি ও তারপর ফুলওয়া বৌদি। উমা বৌদির চরিত্রে স্বস্তিকা মুখার্জি, ঝুমা বৌদির চরিত্রে মোনালিসা ও ফুলওয়া বৌদির চরিত্রে দেখা গিয়েছিল ফ্লোরা সাইনিকে। তবে প্রথম দুই সিজনের তুলনায় তৃতীয় সিজনটি তেমন জনপ্রিয় হয়নি। দর্শকরা এবার দেখার অপেক্ষায় মৌ বৌদি কেমন কামাল দেখায়।

https://www.instagram.com/p/CPnj7nVr-9O/?utm_medium=copy_link

প্রসঙ্গত, এই মুহূর্তে একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে মনামীকে। শুরু হয়েছে স্টার জলসার জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’এর দ্বিতীয় সিজন। এই সিজনেই বিচারকের আসনে দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী, দেব ও মনামীকে।

X