বাংলা হান্ট ডেস্কঃ দেশজুড়ে আত্মঘাতী হামলা আর সিরিয়াল বোমব্লাস্টের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেফতার ISIS এর এক সদস্য বুধবার দিল্লীর এক আদালতের দরজায় কড়া নেড়েছে। আইএসআইএস-এর ওই জঙ্গি দাবি করেছে যে, তাঁকে তিহার জেলের (Tihar Prison) অন্য কয়দিরা মারধোর করেছে এবং জয় শ্রী রাম স্লোগান দিতে বাধ্য করেছে।
অভিযুক্ত রাশিদ জফরকে ২০১৮ সালে ISIS এর সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আত্মঘাতী হামলা আর সিরিয়াল বোম ব্লাস্ট করানোর অভিযোগ উঠেছিল। দিল্লী সহ উত্তর ভারতের অনেক জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিশানা করার ষড়যন্ত্র করেছিল সে।
ISIS জঙ্গি রাশিদ জফরের আইনজীবী এমএস খান আদালতে দাবি করেছেন যে, অভিযুক্ত তিহার জেল থেকে ফোনের মাধ্যমে নিজের বাবাকে এই ঘটনার কথা জানিয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে। আবেদনে বলা হয়েছে যে, ‘অভিযুক্তকে অন্য কয়দিরা মারধোর করেছে আর জয় শ্রী রাম এর মতো ধার্মিক স্লোগান দিতে বাধ্য করেছে।”
An alleged ISIS member, who has been lodged in the Tihar jail, has approached a Delhi court claiming he was beaten up by other inmates and forced to chant Jai Shri Ram. https://t.co/hzOsGmbLmr
— The New Indian Express (@NewIndianXpress) June 9, 2021
তিহার জেলার সুপারকে এই মামলার তদন্তের নির্দেশ দেওয়ার জন্য আইনজীবী এমএস খানের তরফ থেকে অনুরোধ করে বলা হয়েছে।