হলুদ সতর্কতা জারী বাংলার বিভিন্ন জেলায়, মৌসুমি বায়ুর আগমনে ভারী বৃষ্টি আজ থেকেই: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর (weather office)। যার কারণে আগামী ২-৩ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারী করল হাওয়া অফিস। সঙ্গে রয়েছে আবার ঘূর্ণিঝড়ের ‘গুলাব’র পূর্বাভাসও।

আবহাওয়ার খবর :

সর্বোচ্চ তাপমাত্রা31° C
সর্বনিম্ন তাপমাত্রা26° C
আদ্রতা91%
বাতাস11 km/h
মেঘে ঢাকা89%

দক্ষিণবঙ্গের আবহাওয়া:

রবিবার থেকেই সোমবার এবং মঙ্গলবার নাগাদ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন এলাকায়। পশ্চিম মেদিনীপুর, র্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুতসহ ভারী বৃষ্টিপাতের সঙ্গে  ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে।

in heavy rain

উত্তরবঙ্গের আবহাওয়া :

পাশাপাশি রবিবার থেকে মঙ্গলবার অবধি ভারী বৃষ্টি হতে পারে বাংলার উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং-র বেশকিছু এলাকায়।

আজকের আবহাওয়া :

রবিবার কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কয়েকবার ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Monsoon 2021 in Bengalরাজ্যে ঢুকে পড়েছে বর্ষা আগামী ২৪ ঘণ্টায়

মৎস্যজীবীদের সতর্কবার্তা:

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সন্নিহিত পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। যার কারণে ১৪ ই জুন অর্থাৎ সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামীকালের আবহাওয়া :

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকবে। সকালের দিকে এবং রাতের দিকে কয়েকবার ভারি বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর