বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহেই মধ্যবিত্তের জন্য রইল দারুণ এক সুখবর। আকাশ ছোঁয়া দাম পেরিয়ে, এবার বেশকিছুটা কমবে রান্নার তেলের দাম (cooking oil)। জানা গিয়েছে, গত ৪ দিনে ১৫ শতাংশ কমেছে রান্নার তেলের দাম। যার দরুন, আগামী কয়েকদিনের মধ্যেই ৪০ থেকে ৫০ টাকা কমবে লিটার প্রতি রান্নার তেলের দাম। যাতে করে কিছুটা হলেও, সুরাহা হবে মধ্যবিত্তের।
গত মরশুমে খারাপ আবহাওয়া কারণে ফসলের ক্ষতি, পাশাপাশি নানাবিধ সমস্যার কারণে বহির্বিশ্ব থেকে কম পরিমাণে ভোজ্য তেল ভারতে আমদানি হচ্ছিল। যার কারণে ভারতে বিদ্যুতের গতিতে বাড়ছিল তেলের দাম। তবে এবার সেই সমস্ত সমস্যার অবসান হওয়ায় এবং প্রচুর পরিমাণে সর্ষে উৎপাদিত হওয়ার কারণে তেলের দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। মধ্যবিত্তের হেঁসেলে এবার আগুন ধরলেও, এবার তা শুধু রান্নার প্রয়োজনেই জ্বলবে, মাথা গরমের আগুন নয়।
এপ্রসঙ্গে Federation of All India Edible Oil Traders-এর সভাপতি শঙ্কর ঠাক্কর জানিয়েছেন, ‘সাধারণত আমেরিকা, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ভারতে আমদানি করা হয়। কিন্তু আমেরিকায় বায়ো-ফুয়েলে ১৩ শতাংশ রিফায়েন্ড অয়েল মেশানোর বদলে ৪৬ শতাংশ করে দেওয়া হয়েছিল।
আবার অন্যদিকে, ইদের সময় থাকায় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে তেলের আমদানিতেও কিছুটা ঘাটতি পড়েছিল। পাশাপাশি বেশ কিছু দেশে খারাপ আবহাওয়ার কারণে তেল উৎপাদিত শস্যের ফলনের ক্ষতি হওয়ায়, তেলের আমদানিও কম হয়। যার জেরেই চলতি সময়ে বিদ্যুতের গতিতে তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে সব সমস্যা মিটে যাওয়ায়, আবারও বেশি পরিমাণে তেলের আমদানি হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম কমার প্রবল সম্ভাবনা রয়েছে’।