বাংলাহান্ট ডেস্কঃ টিকাকরণের ক্ষেত্রে এবার থেকে আর অনলাইনে রেজিস্ট্রেশন (online registration) বাধ্যতামূলক নয়- এমনটাই জানাল স্বাস্থ্য মন্ত্রক (health ministry)। মঙ্গলবারই এক বিজ্ঞপ্তি জারি করে, এই বড় সিদ্ধান্তের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক। অর্থাৎ আগে থাকতে নাম CoWin অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন না করেও, সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নেওয়া যাবে।
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার থেকে ১৮ উর্দ্ধ যেকোন ব্যক্তি অনলাইনে নাম রেজিস্ট্রেশন ছাড়াই টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। এক্ষেত্রে আগে থাকতে নাম নথিভুক্ত করার প্রয়োজন হবে না।
স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও অবধি দেশে প্রায় ২৫ কোটি ৯ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। তবে তার মধ্যে শহরাঞ্চলে টিকাপ্রদানের হার তুলনামূলক বেশি হলেও, এই দাবি মানতে নারাজ স্বাস্থ্য মন্ত্রক। তারা দাবি করেছে, গ্রামাঞ্চলগুলিতেই ৭১ শতাংশ রেজিস্টার্ড ভ্যাকসিনেশন কেন্দ্র রয়েছে। যার মধ্যে আদিবাসীদের গ্রামও রয়েছে। সেইসব এলাকায় ব্যাপকহারে ভ্যাকসিনেশন জারী রয়েছে। সেখানকার মানুষজন রেজিস্ট্রেশন নয় বরং টিকাকেন্দ্রে গিয়েই টিকা নিচ্ছেন।
তবে পিআইবি থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, CoWin অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করাটা কিছুটা সুবিধাজনক। এর ফলে টিকা কেন্দ্রে ভিড়ও হয় না, আর টিকাকরণও দ্রুত সম্পন্ন হচ্ছিল। তবে কিছু মানুষের কিছু সমস্যার কারণে, এই সিদ্ধান্তে বদল ঘটায় কেন্দ্র।