চলচ্চিত্র জগতে ইন্দ্রপতন, প্রয়াত সত‍্যজিতের নায়িকা স্বাতীলেখা সেনগুপ্ত

বাংলাহান্ট ডেস্ক: চলচ্চিত্র জগতের জন‍্য এ এক অন্ধকারময় দিন। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (swatilekha sengupta)। কিংবদন্তী পরিচালক সত‍্যজিৎ রায়ের নায়িকা থেকে প্রবীণ বয়সে সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের বিপরীতে দুরন্ত অভিনয়। বর্ষীয়ান অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।

বেশ কিছুদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন স্বাতীলেখা দেবী। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। গত ২৫ দিন ধরে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। জানা যাচ্ছে কিডনি বিকল হয়েই মৃত‍্যু হয়েছে তাঁর। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন না বলেই খবর হাসপাতাল সূত্রে। বাইপাসের ওই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

soumitra and swatilekha
স্বাতীলেখা দেবীর প্রয়াণে নাট‍্যজগত হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি একজন খ‍্যাতনামা নাট‍্যব‍্যক্তিত্ব ছিলেন স্বাতীলেখা সেনগুপ্ত। জনপ্রিয় নাট‍্য গ্রুপ নান্দীকারের অন‍্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। নাট‍্যমঞ্চে তাঁর বলীষ্ঠ অভিনয় ভোলার নয়।

সত‍্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবির বিমলা ছিলেন স্বাতীলেখা। ১৯৮৪তে মুক্তি পায় এই ছবি। সৌমিত্র চট্টোপাধ‍্যায় ও ভিক্টর বন্দ‍্যোপাধ‍্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন স্বাতীলেখা দেবী। তার দীর্ঘদিন পর ফের পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ‍্যায়ের ‘বেলাশেষে’ ছবিতে অভিনয় করেন স্বাতীলেখা সেনগুপ্ত।

Niranjana Nag

সম্পর্কিত খবর