প্রেমিক থাকেন কলকাতার বাইরে, লুকিয়েই রাতারাতি বিয়ে সারলেন ‘যমুনা ঢাকি’র শ্বেতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের নায়িকাদের মধ‍্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম দিকেই নাম থাকবে শ্বেতা ভট্টাচার্যর (sweta bhattacharya)। এখনো পর্যন্ত ছয়টি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বেশিরভাগই মুখ‍্য চরিত্রে। প্রতিটি সিরিয়ালেই নিজের অভিনয় দিয়ে দর্শকদের মনে ছাপ ফেলেছেন শ্বেতা।

এখন জি বাংলায় ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে যমুনার চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। এতদিন শুট ফ্রম হোমের দৌলতে হাতে বেশ কিছু ফাঁকা সময় পাচ্ছিলেন শ্বেতা। তাই সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্য মাঝে মধ‍্যেই ফটোশুটের ছবি, টুকটাক রিল ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।


সম্প্রতি শ্বেতার ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে চোখ রাখতেই হতবাক নেটিজেনরা। কনের সাজে ধরা দিয়েছেন যমুনা ঢাকি অভিনেত্রী। হলুদ লালে জমকালো শাড়ি, ভারী সোনার গয়না, খোঁপায় ফুলের মালা দিয়ে সেজেছেন শ্বেতা। ক‍্যাপশনে একটি কবিতার কিছু লাইন উল্লেখ করে লিখেছেন, ‘মন্দ কথায় মন দিও না/ ছন্দে শুধু কান রাখো/ দ্বন্দ্ব ভুলে মন না দিলে/ ছন্দ শোনা যায় নাকো’

এবার যদি ভাবেন এই করোনা আবহেই লুকিয়ে বিয়ে সেরে নিয়েছেন শ্বেতা তবে কিন্তু ভুল করছেন। এ নেহাতই এক ফটোশুটের ছবি। অভিনেত্রীর ইনস্টা হ‍্যান্ডেল খুঁজলে কনের সাজে বেশ কিছু ছবি পাওয়া যাবে। ব্রাইডাল ফটোশুটের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি

https://www.instagram.com/p/CJsCPkhMKwD/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CKNn1Txs01a/?utm_medium=copy_link

এর আগেই শ্বেতা জানিয়েছিলেন ইন্ডাস্ট্রির বাইরের একজনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। দীর্ঘ নয় বছরের সম্পর্ক তাঁদের। প্রেমিক থাকেন কলকাতার বাইরে। শহরে শিফট করলে তারপরেই বিয়েটা সেরে ফেলবেন বলে আশাবাদী অভিনেত্রী।

X