বাংলা হান্ট ডেস্কঃ পুরনো জিনিস অনেক সময়ই রীতিমতো মূল্যবান হয়ে ওঠে সংগ্রাহকদের কাছে। আর তাই ঠিকঠাক সংগ্রাহকের কাছে পৌঁছালে আকাশছোঁয়া দাম পাওয়া যায় অনেক বাতিল জিনিসেরও। এমনই একটি জিনিস হল পুরনো মুদ্রা। আপনারা নিশ্চয়ই জানেন, একটা সময়ের পর থেকে আর বি আই বেশ কিছু পুরনো পয়সা বাতিল করে দেয়, তার বদলে বাজারে আসে নতুন কয়েন। কিন্তু এই পুরনো কয়েনগুলি সংগ্রহ করতে অনেকেই ভীষণরকম আগ্রহী। কখনও কখনও এ ধরনের একটি কয়েন আপনাকে লাখোপতিও করে দিতে পারে।
সোশ্যাল সাইটগুলির দৌলতে এখন এ ধরনের এখনই ধরনের খবর তাড়াতাড়ি পৌঁছে যায় মানুষের কাছে। কিন্তু না জেনে শুনে এধরনের খবরে বিশ্বাস করেই এবার চূড়ান্ত প্রতারণার ফাঁদে পড়লেন এক শিক্ষিকা। স্বাধীনতার আগের একটি এক টাকার কয়েন ছিল তার সংগ্রহে। কিছুদিন আগেই তার মেয়ে একটি সোশ্যাল সাইটে দেখেন এ ধরনের একটি কয়েনের দাম হতে পারে প্রায় দশ লক্ষ টাকা। যার জেরে এটি অনলাইন সাইটে কয়েনের ছবিও আপলোড করেন তারা। দাম ধার্য করা হয় ১০ লক্ষ টাকা।
কিন্তু শান্তা জেয় নামের ওই শিক্ষিকা জানাচ্ছেন, এর পরেই চূড়ান্ত ভাবে প্রতারিত হন তিনি।১৫ জুন ছবি আপলোড করার পরের দিনই এক ক্রেতা তাকে ফোন করে জানান, তিনি এক কোটি টাকায় এই কয়েনটি কিনতে রাজি। শান্তা ভেবে ছিলেন, উনি হয়তো সত্যিকারের সংগ্রাহক। কিন্তু প্রসেসিং ফি এবং অন্যান্য চার্জের নামে তার কাছ থেকে প্রায় এক লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। এরপর আর ফোন নাম্বারে যোগাযোগ করা যায়নি ওই সংগ্রাহকের সঙ্গে।
শান্তা একজন সিঙ্গেল মাদার, এতগুলো টাকা হারিয়ে এখন রীতিমতো সমস্যায় পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই এ ধরনের নানা খবর দেখা যায় তবে তা সম্পূর্ণভাবে পরীক্ষা না করে ফাঁদে পা দিলে ঘটতে পারে বিপদ।