বলিউডে আবার ফিরছে কিং খান ম‍্যাজিক, দক্ষিণী সুন্দরী নয়নতারার সঙ্গে রোম‍্যান্স করবেন শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) সহ গোটা বিশ্বে তিনি পরিচিত কিং খান নামে। অভিনয় থেকে লম্বা বিরতির প‍র ফের স্বমহিমায় বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান (shahrukh khan)। পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবিই হতে চলেছে বলিউড বাদশার ‘কামব‍্যাক’ ছবি, একথা সকলেই জেনে গিয়েছেন। লম্বা চুলের হেয়ারস্টাইলে ইতিমধ‍্যেই অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছেন শাহরুখ।

এরই মাঝে শোনা গিয়েছে দক্ষিণী তারকা নয়নতারাকে (nayanthara) সঙ্গে নিয়ে বড়পর্দায় ধামাকেদার এন্ট্রি নিতে চলেছেন শাহরুখ। তবে এটা পাঠান ছবিতে নয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল একাধিক ছবির প্রস্তাব রয়েছে অভিনেতার হাতে। দক্ষিণী পরিচালক আটলির একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ। সেই ছবিতেই তাঁর নায়িকা হতে চলেছেন নয়নতারা।


আটলি এবং নয়নতারা দুজনেরই এটাই প্রথম ছবি বলিউডে। পরিচালক নাকি চেয়েছিলেন বলিউডে তাঁর অভিষেক ছবির নায়ক হন শাহরুখ খান। তাঁর অনুরোধে নাকি ইতিমধ‍্যেই হ‍্যাঁ বলে দিয়েছেন কিং খান। পাঠান যেখানে অ্যাকশন ছবি সেখানে এঈ ছবিটি নাকি একৈবারেই রোম‍্যান্টিক ফিল্ম হতে চলেছে বলে খবর।

বলিপাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে শাহরুখ ও নয়নতারার জুটি বাঁধার খবর। তবে গুঞ্জন তুঙ্গে উঠলেও এখনো না শাহরুখ টুঁ শব্দ করেছেন না নয়নতারা কোনো মন্তব‍্য করেছেন এই বিষয়ে। অভিনেত্রীর সম্প্রতি একটি ছবি মুক্তি পেয়েছে। অপরদিকে শাহরুখ ব‍্যস্ত পাঠানের শুটিং নিয়ে।


শাহরুখের এই ছবিতে এমন একটি বিশেষ জিনিস ঘটতে চলেছে যা বলিউড তো বটেই হলিউডেও আগে ঘটেনি। জানা যাচ্ছে, বুর্জ খলিফার ভেতরে হবে পাঠানের অ্যাকশন দৃশ‍্যের শুটিং।

এর আগে অবশ‍্য নাসা তে ‘স্বদেশ’, মাদাম তুসো মিউজিয়ামে ‘ফ‍্যান’ ও ডিসকভারি চ‍্যানেলের হেডকোয়ার্টারে ‘জব তক হ‍্যায় জান’ এর শুটিং করেন শাহরুখ। ছবিতে নায়িকার চরিত্রে রয়েছেন দীপিকা পাডুকোন। জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে ছবিগুলি দেখানো হবে তার মধ‍্যে এই ছবিটিও রয়েছে।

সম্পর্কিত খবর

X