আইসির বদলির খবর শুনেই কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, নির্দেশ প্রত্যাহারের দাবিতে চলল বিক্ষোভ

বাংলাহান্ট ডেস্কঃ থানার সৎ, কর্তব্য পরায়ণ আধিকারিকের বদলির খবর শুনে রাস্তায় বিক্ষোভ দেখালেন শয়ে শয়ে মানুষ। যার মধ্যে বেশিভাগ ছিলেন মহিলারাই। তাঁদের কাছে ভগবান স্বরূপ এই অফিসার। কিছুতেই তাঁরা তাঁকে বদলি হতে দেবেন না। ঘটনাটা কোন সিনেমার দৃশ্য মনে হলেও, বাস্তবে ঠিক এমনটাই ঘটল মঙ্গলবার সকালে ক্যানিংয়ে (canning)।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মত, ক্যানিং থানার আইসি আতিবুর রহমানকে কার্শিয়াঙে বদলি হয়ে যেতে হবে। আর এই নির্দেশ আসা মাত্রই, ক্ষোভ ফেটে পড়লেন এলাকাবাসীরা। ক্যানিং-বারুইপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলেন শ’য়ে শ’য়ে মহিলা। সঙ্গে ছিলেন প্রচুর সংখ্যক পুরুষও।

1624964691 canning

আইসির বদলির খবর শুনেই মঙ্গলবার সকালে প্রথমে ক্যানিং থানার সামনে এবং পরবর্তীতে ক্যানিং-বারুইপুর সড়ক অবরোধ করে নিজেদের বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অবশেষে পরিস্থিতি সামাল দিতে মাঠে নামতে হয় আইসি আতিবুর রহমানকেই। জোড় হাত করে বিক্ষোভকারীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এমনকি ঘটনাস্থলে পৌঁছিয়ে ক্যানিংয়ের এসডিপিও গোবিন্দ সিকদারও তাঁদের একই অনুরোধ করেন। সঙ্গে নামানো হয় ক্যানিং মহিলা থানার পুলিশও।

বিক্ষোভকারীদের দাবী, আইসি আতিবুর রহমান একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। তাঁর শাসনের ভয়ে এই এলাকার মেয়েরা কিছুটা নিশ্চিন্তে রাস্তায় বেড়োতে পারে। তাঁদের দিকে খারাপ নজরে তাকানোর সাহস কারো নেই। বদমাইশদের ঠাণ্ডা করা হোকে, কিংবা মদের ঠেক ভেঙে দেওয়া, সবেতেই এক ছুটে দলবল নিয়ে হাজির তিনি।

canning 1 1

মেয়েদের কাছে তিনি যেমন ভগবান, তেমনই ছেলেরাও যেন কোন সমস্যায় পাশে পায় আইসি আতিবুর রহমানকে। যার কারণে আইসির বদলির নোটিশ তুলে না নেওয়া পর্যন্ত, তাঁরা তাঁদের বিক্ষোভ জারি রাখবে বলে সাফ জানিয়েছেন তাঁরা। এই বিক্ষোভকারিদের মধ্যে লাঠি হাতে নড়বড়ে এক মহিলাও যোগ দিয়েছিলেন। তিনি জানান, ‘ছেলে মেয়ে কেউই আমার সঙ্গে থাকে না। আমি যখন পা ভেঙে পড়েছিলাম, তখন আইসি-ই আমার জন্য সব করেছে’।


Smita Hari

সম্পর্কিত খবর