তদন্তে ভারতকে সহযোগিতা করতে লন্ডন থেকে ১৭ কোটি টাকা ফেরালেন নীরব মোদীর বোন

বাংলাহান্ট ডেস্কঃ দাদার অপরাধের দায় কিছুটা হলেও কমালেন বোন। ভারত সরকারের অ্যাকাউন্টে প্রায় ১৭ কোটি টাকা ফিরিয়ে দিলেন পিএনবি-কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর (Nirav Modi) বোন পূর্বী মোদী (purvi modi)। লন্ডনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা টাকাই ফেরত দিলেন পূর্বী।

পিএনবি-কাণ্ডে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর কেসে তাঁর বোন পূর্বী মোদীকেও জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সময় ভারত সরকারের পক্ষ থেকে পূর্বীকে বলা হয়েছিল, যদি তদন্তের স্বার্থে সবরকম সহোযোগিতা তিনি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কোনরকম অপরাধমূলক কোনও ব্যবস্থা নেওয়া হবে না।

nationalherald 2019 06 68163ba6 6cf9 444d 9222 f9b0a4e0e327 purvi modi pnb scam

সেই সময়ই পূর্বী মোদী জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে ভারত সরকারকে তিনি সবরকম সাহায্য করবেন। এরপর গত ২৪ শে জুন পূর্বী মোদী জানতে পারেন, লণ্ডনের একটি ব্যাঙ্কে তাঁর নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন তাঁর দাদা নীরব মোদী। আর সেখানে যে পরিমাণ টাকার লেনদেন হয়েছে, তা পূর্বী কখনও করেইনি এবং সেই অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকাও রয়েছে।

এই অ্যাকাউণ্টের খবর পাওয়া মাত্রই ইডির সঙ্গে যোগাযোগ করেন পূর্বী মোদী। ভারত সরকারকে দেওয়া কথা রাখতে, সাহায্য করার প্রথম পদক্ষেপ হিসেবে সেই অর্থ তুলে দিলেন ভারত সরকারের হাতে। নীরম মোদীর জমা করা প্রায় ১৭ কোটি টাকা পাঠিয়ে দিলেন ভারত সরকারের অ্যাকাউন্টে।

Smita Hari

সম্পর্কিত খবর