বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের পর এবার কামাল রশিদ খান ওরফে কেআরকে (krk)। তাপসী পন্নুকে (taapsee pannu) ‘সি গ্রেড’ অভিনেত্রী বলে কটাক্ষ করলেন তিনিও। তাপসী অভিনীত ছবি ‘হাসিন দিলরুবা’র রিভিউ দিতে অস্বীকার করে এমন কটাক্ষ করেন এই স্বঘোষিত ছবি সমালোচক। এর আগে তাপসীকে ‘বি গ্রেড’ অভিনেত্রী বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা।
সদ্য নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসী পন্নু, বিক্রান্ত মাসে ও হর্ষবর্ধন রানে অভিনীত ‘হাসিন দিলরুবা’। এই সংক্রান্ত একটি টুইট করে সম্প্রতি কেআরকে বলেন, ‘অনেকেই আমাকে হাসিন দিলরুবা ছবিটির রিভিউ দিতে বলছেন। প্রথমত, আমি জানি না এই ছবিটি কখন এবং কোথায় মুক্তি পেয়েছে। দ্বিতীয়ত, আমি সি গ্রেড অভিনেতাদের সি গ্রেড ছবির রিভিউ করি না। কারণ আমি আমি আমি ড: কেআরকে বিশ্বের এক নম্বর সমালোচক’।
শুধু তাপসীর ছবি না, এর আগে গত মাসে মুক্তি প্রাপ্ত ‘শেরনি’র রিভিউ করতেও অস্বীকার করেছিলেন কেআরকে। কারণ তাঁর মনে হয়েছিল ছবিটি খুব ‘ছোট’। মাস কয়েক আগে সলমন খানের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে মানহানির মামলার নোটিস পেয়েছিলেন কেআরকে। সলমনের ‘রাধে’ ছবির একটি হাস্যকর রিভিউ করেছিলেন কেআরকে।
এরপরেই কেআরকে কে একটি নোটিস পাঠায় সলমনের আইনি টিম। এই খবরের সত্যতা স্বীকার করে টুইট করেছেন কেআরকে। তিনি লিখেছেন, ‘রাধের রিভিউ করার জন্য সলমন খান আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।’ তিনি আরো লেখেন, কোনো অভিনেতা বা প্রযোজক তাঁকে যদি বারণ করেন তবে তিনি তাদের ছবির রিভিউ করেন না।
কেআরকের কথায়, তাঁর রিভিউ দেখে বহু দর্শকই আর রাধে দেখেনি। সেই কারণে চরম ফ্লপ হয়েছে সলমনের এই ছবি। যদিও মামলা দায়ের করার পর নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি মুছে দিয়েছেন তিনি তারপরেও সলমনকে কটাক্ষ করতে ছাড়েননি কেআরকে। এমনকি তিনি হৃতিক রোশন, কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানার মত বলিউডের প্রথম সারির অভিনেতাদের আবেদন করেন নিজের পরিচালিত ও প্রযোজিত ছবিতে অভিনয় করার জন্য।