ভাঙনের ধারা অব্যাহত বিজেপিতে, বাঁকুড়ায় দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫২০ টি পরিবার

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই উলটপুরাণ গোটা বাংলা (west bengal) জুড়ে। নির্বাচনের আগে তৃণমূলের (tmc) কর্মী সমর্থকরা ভাঙনের খেলায় মেতে উঠলেও, বর্তমানে ভাঙ্গন অব্যাহত রয়েছে বিজেপি (bjp) শিবিরে। সেই ধারা বজায় রেখে রবিবারও বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন ৫২০ টি পরিবার।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (bankura) পাত্রসায়রের কুশদ্বীপ এলাকায়। এদিন বিজেপি ছেড়ে আসা ৫২০টি পরিবারের ১৫০০ জন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা তুলে দিলেন বাঁকুড়া জেলার তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা এবং অন্যান্যরা। এই বিরাট সংখ্যক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেওয়ায়, এই এলাকায় ফের কিছুটা শক্তিক্ষয় হল পদ্ম শিবিরের।

vjvvc

লোকসভা এবং বিধানসভা কেন্দ্র বিজেপির দখলে থাকলেও, এই এলাকার কর্মীদের ধরে রাখতে পারল না গেরুয়া শিবির। এদিন তৃণমূলে যোগ দেওয়া মহিলাদের মিষ্টিমুখ করিয়ে শ্যামল সাঁতরা বলেন, ‘নির্বাচনের আগে বিজেপির যেসমস্ত নেতারা বাংলার বুকে ডেইলি প্যাসেঞ্জারি করছিলেন, এখন তাঁদের আর কোন পাত্তা নেই। কুশদ্বীপ অঞ্চলে ৫২০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল’।

bbjbvkvb

এই এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করে তৃণমূল নেতৃত্বের দাবী, ‘বিজেপি যে মানুষকে বোকা বানাচ্ছে, তা সাধারণ মানুষ বুঝতে পেরেছে। আর সেই কারণেই পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে’।

Smita Hari

সম্পর্কিত খবর