বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে জল্পনার অবসান। কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে তৃণমূলে নাম লেখালেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়-এর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে ঘাসফুল শিবিরে নাম লেখানে প্রণবপুত্র। ওনার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
একসময় বাংলায় শাসন করা কংগ্রেস এখন শূন্য। শুধু বাংলায় না, গোটা দেশেই কংগ্রেসের প্রভাব কমেই চলেছে। কমবেশি ৬০ বছর দেশে শাসন করা কংগ্রেস এখন অস্তিত্ব সঙ্কটে ভুগছে। একের পর এক যুব নেতা-নেত্রীরা দল ছেড়ে অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছেন। দল বাঁচানোর জন্য বৈঠক করেও সেই ভাঙন রোখা যাচ্ছে না। আর এই দুঃসময়ে কংগ্রেসের হাত ছেড়ে বেরিয়ে গেলেন অভিজিৎ মুখোপাধ্যায়ও।
তৃণমূলে যোগ দিয়ে প্রণবপুত্র জানান, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়ের হাত শক্ত করতেই তৃণমূলে যোগ দিলাম। অভিজিৎবাবু বলেন, মূল থেকে তৃণে এলেও এখনও কংগ্রেসেই আছি। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপ-নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্র থেকে টিকিটও দিতে পারে তৃণমূল। তবে সময়ের আগে কিছুই বলা যাচ্ছে না।
অভিজিৎবাবু তাঁকে তৃণমূলে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানিয়েছেন। আরেকদিকে, অভিজিৎ মুখোপাধ্যায়ের তৃণমূলে যোগ দেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিলেন ওনার বোন তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি বেশি কিছু না বলে, টুইটারে শুধু ‘স্যাড” লিখে হতাশা প্রকাশ করেন। এর থেকেই স্পষ্ট যে প্রণবকন্যা অভিজিৎয়ের দলবদল নিয়ে খুশি নন।