এবার মণিপুরেও চলবে রেল, সম্পূর্ণ হল প্যাসেঞ্জার ট্রেনের ট্রায়াল, ভিডিও ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ এবার পাকাপাকিভাবে রেল মানচিত্রে যোগ হলো মনিপুরের (Manipur) নাম। ভূ প্রাকৃতিক দুর্গমতার জন্য এবং অন্যান্য কারণে এতদিন পর্যন্ত মনিপুরে সেভাবে সহজ রেল পরিষেবা ছিলনা। অবশেষে শুক্রবার আসামের শিলচর থেকে মনিপুর অবধি পরীক্ষামূলক যাত্রা সফলভাবে শেষ করল যাত্রীবাহী রাজধানী এক্সপ্রেস। সকলেই এই মুহূর্তে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন।

এই হিল স্টেশনটিতে পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ায় আগামী দিনে আরও সহজে রেল পরিষেবা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। জানা গিয়েছে খুব শীঘ্রই এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। আজ শিলচর থেকে এই যাত্রা সফল হওয়ায় স্বাভাবিকভাবেই আনন্দিত সকলে। স্টেশনেও শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন রেলের আধিকারিক সহ একাধিক স্থানীয়রা।

এই ঐতিহাসিক মুহূর্তে রেলমন্ত্রক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং (N Viren Singh)। এদিন একটি টুইটে তিনি লেখেন, “মণিপুরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শিলচর থেকে মণিপুরের তামেংলং জেলার ভেনগাইচুনপাও পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনের পরীক্ষামূলক দৌড় সম্পূর্ণ হল শুক্রবার। তাঁর নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেজন্য মণিপুরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।” এই ঘটনাকে “ভারতীয় রেল মানচিত্রে মনিপুরের অভিষেক” বলেও দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং(Jitendra Singh)।

উত্তরপূর্ব সীমান্ত রেল তরফে পাবলিক রিলেশন অফিসার নৃপেন ভট্টাচার্য জানান, মণিপুরের তামেংলং জেলার ভেনগাইচুনপাও পর্যন্ত রেল পরিষেবা বিস্তৃতি লাভ করল। খুব শীঘ্রই ভেনগাইচুনপাও থেকে শিলচর অবধি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। জানা গিয়েছে, আপাতত ইম্ফল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে ভারতীয় রেল। আগামীদিনের শিলচর থেকে ইম্ফল রুটেই তৈরি হবে বিশ্বের সবথেকে উঁচু রেল সেতু। তারপর মনিপুরের সীমান্ত শহর মোরেতে শেষ স্টেশন তৈরি করা হবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর