বিরাট বিতর্কে জড়ালো ইংল্যান্ড ফুটবল, ফাইনালে উঠেও জুটলো ‘ডাকাত’ বদনাম

বাংলা হান্ট ডেস্কঃ ইউরো কাপের সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল ডেনমার্ককে 2-1 ব্যবধানে হারিয়ে দীর্ঘ 55 বছর পর কোন বড় টুর্নামেন্টের ফাইনালে উঠলো ইংল্যান্ড ফুটবল দল। তবে ইংল্যান্ডের এই আনন্দের মধ্যেও বিতর্ক তৈরি হল ইংল্যান্ড ফুটবল দলকে নিয়ে। একটা, দুটো নয় একাধিক বিতর্ক দানা বেঁধেছে ইংল্যান্ডের জয় নিয়ে। এমনকি অনেকেই ইংল্যান্ড ফুটবল দলকে ডাকাতের সঙ্গেও তুলনা করেছেন।

https://twitter.com/BhanuBhakta2058/status/1412961266117840900?s=20

ম্যাচের অতিরিক্ত সময় যখন খেলা চলছিল সেই 104 মিনিট নাগাদ ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিম মেইলারের হালকা ছোঁয়ায় মাঠের মধ্যেই পড়ে যান ইংল্যান্ডের ফুটবলার রহিম স্টারলিং। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির নির্দেশ দেয়। তবে সেই সময় মাঠের মধ্যে দুটো বল ছিল। আর একটি বল ছিল সাইট কর্ণারে। মাঠে দুটি বল থাকার কারণে খেলা থামিয়ে দেওয়া উচিত ছিল রেফারির। কিন্তু তা না করে রেফারি খেলা চালিয়ে যায় এবং ডেনমার্কে বিরুদ্ধে পেনাল্টি দেওয়া হয়। রেফারির এই সিদ্ধান্তে সরব হয়েছে বিশ্ব ফুটবল।

https://twitter.com/BhanuBhakta2058/status/1412961266117840900?s=20

এছাড়াও হ্যারি কেন যখন পেনাল্টি মারছিলাম তখন ডেনমার্কের গোলরক্ষক ক্যাসপার স্কিমিচেলের শরীরে লেজার লাইট মারা হয়। এর ফলে ওনার মনঃসংযোগ নষ্ট হয়ে যায়। তার সত্বেও হ্যারি কেনের প্রথম শর্ট বাঁচিয়ে দিয়েছিলেন তিনি, তবে দ্বিতীয় বারে গোল করে দেন হ্যারি কেন। তারপর শুরু হয়েছে বিতর্ক। অনেকেই দাবি করেছেন ইচ্ছা করে এমন ভাবে লেজার লাইট মেরে ক্যাসপার স্কিমিচেলের মনঃসংযোগ নষ্ট করেছে ইংল্যান্ড, ওদের শাস্তি হওয়া উচিৎ।

Udayan Biswas

সম্পর্কিত খবর