আন্তর্জাতিক স্তরে মুখ পুড়লো পাকিস্তানের, ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হল ওয়াহাব রিয়াজকে

বাংলা হান্ট ডেস্কঃ তীব্র অপমানের শিকার হতে হল পাকিস্তান ক্রিকেট দলের জোরে বলার ওয়াহাব রিয়াজকে। হান্ড্রেড বল ক্রিকেট লিগ খেলার জন্য এই পাকিস্তানী বাঁহাতি জোরে বোলার ইংল্যান্ড পাড়ি দিয়েছিল। কিন্তু কোন ম্যাচ খেলার আগেই ইংল্যান্ড থেকে তাকে পাকিস্তানে ফেরত পাঠাল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

1625844531 wahab riaz1

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল ট্রেন্ট রকেটস তাদের দলে নিয়েছিল পাকিস্তানি জোরে বলার ওয়াহাব রিয়াজকে। স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট শুরু হওয়ার কয়েক দিন আগেই ইংল্যান্ড পাড়ি দিয়েছিলেন এই পাক জোরে বোলার। কিন্তু তার কাছে কোন বৈধ ভিসা না থাকায় তাকে পাকিস্তানে ফেরত পাঠাতে বাধ্য হল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

5d16892145ab5

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের এক কর্তা জানিয়েছেন, আগামী 21 শে জুলাই থেকে শুরু হচ্ছে দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট। ইতিমধ্যেই সেই টুর্নামেন্ট খেলতে বিদেশি ক্রিকেটাররা একে একে ইংল্যান্ডে আসতে শুরু করেছেন। তেমনি ইংল্যান্ডে এসেছিলেন পাকিস্তানি জোরে বোলার ওয়াহাব রিয়াজ। কিন্তু ইংল্যান্ডে আসার পর দেখা যায় তার কাছে কোন বৈধ ভিসা ছিল না, সেই কারণেই তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানো হল। তবে ভিসা এবং সমস্ত কাগজপত্র ঠিক করে তিনি ফের ইংল্যান্ডে আসতে পারবেন বলে জানিয়েছেন সেই কর্তা। গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে পাকিস্তান।

Udayan Biswas

সম্পর্কিত খবর