ভোটে না লড়ার ঘোষণা কৃষক নেতা রাকেশ টিকাইতের

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করা ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত (Rakesh Tikait) সোমবার বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, কৃষক আন্দোলনে আরও গতি আনতে আগামী ৫ সেপ্টেম্বর একটি বড় পঞ্চায়েত করবেন।

ওই পঞ্চায়েত থেকেই আগামী রণনীতি স্থির হবে বলে জানান তিনি। রাকেশ টিকাইত জল্পনায় ইতি টেনে আরও একবার বলেন যে, তিনি ভোটে লড়বেন না। তবে তিনি এও বলেন যে, ভোটে চোট দেবেন। উল্লেখ্য, ছয় মাসের বেশী সময় ধরে দিল্লীর সীমান্তে নতুন কৃষি আইন নিয়ে আন্দোলন করে চলেছেন কৃষকরা।

এর আগে রাকেশ টিকাইতের রাষ্ট্রসংঘে যাওয়ার কথা নিয়ে বিতর্ক ছড়িয়েছিল। যদিও, পরে রাকেশ টিকাইত নিজের বয়ান নিয়ে সাফাইও দিয়েছিলেন। তিনি বলেন, আমি কখনও বলিনি যে আমি কৃষি আইন নিয়ে রাষ্ট্রসংঘের দরবারে যাব। আমি বলেছিলাম, ২৬ জানুয়ারির ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। এখনকার এজেন্সি যদি তদন্ত না করতে পারে, তাহলে কি আমরা রাষ্ট্রসংঘে যাব?

রাকেশ টিকাইত আরও বলেন, ভারত সরকার যদি আলোচনা করতে চায় তাহলে আমরা প্রস্তুত আছি। ২২ তারিখ আমাদের দিল্লী যাওয়ার কর্মসূচি রয়েছে। ২২ জুলাই সংসদের অধিবেশন শুরু হবে। আমাদের ২০০ জন সংসদে ধরনা দেবে।

বলে দিই, রাকেশ টিকাইতের সুরক্ষা বাড়ানো হয়েছে। প্রশাসনের নির্দেশে মুজফরনগর পুলিশ লাইন থেকে ওনাকে আরও দুজন নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। এবার ওনার নিরাপত্তায় তিনজন পুলিশকর্মী মোতায়েন থাকবেন। বারবার হুমকি পাওয়ার পরেই, ওনার সুরক্ষা বাড়ানো হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর