বাংলাহান্ট ডেস্ক: আমির খান (aamir khan) কন্যা ইরা খান (ira khan) বলিউডে পা না রেখেও যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন। কখনো বাবার ব্যক্তিগত জীবনের কেচ্ছা আবার কখনো নিজের কখনো নিজেরই ব্যক্তিগত জীবনের বিতর্কের জন্য সংবাদ শিরোনামে উঠে আসেন ইরা। সম্প্রতি মানসিক অবসাদ ও সুস্থতা নিয়ে মুখ খুলেছেন আমির কন্যা। নেটমাধ্যমে অনুরাগীদের মানসিক সুস্থতার বিষয়ে যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে ইরা বলেন, মাঝে মাঝেই তাঁর নিজেকে ধ্বংস করে দেওয়ার মতো চিন্তা ভাবনা আসে। এবার তার থেকে বেরোনোর জন্য মানসিক সুস্থতার দিকে নজর দিলেন ইরা। তাঁর নিজস্ব একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে ‘অগৎসু ফাউন্ডেশন’। আগামী ২৪ জুলাই আন্তর্জাতিক আত্ম-পরিচর্যা দিবস।
সেই উপলক্ষে এক সপ্তাহ জুড়ে নানান কার্যক্রমের উদ্যোগ নিলেন ইরা। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘পিঙ্কি প্রমিস টু মি’। নিজের প্রতি নিজেকে একটি প্রতিজ্ঞা করতে হবে, নিজের মনের যত্ন নেওয়ার। এছাড়াও ভার্চুয়ালি নানা আলোচনার মধ্যেও অংশ নিতে পারেন সকলের মধ্যে।
এর আগেও অবসাদগ্রস্ততা ও টিন এজ বয়সে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনি অনুরাগীদের সামনে তুলে ধরেছিলেন ইরা। মাত্র ১৪ বছর বয়সেই যৌন হেনস্থার মতো ভয়াবহ ও ঘৃণ্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। ভিডিওতে মানসিক অবসাদ নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল আমির কন্যাকে। এত বড় একজন সুপারস্টারের মেয়ে তিনি। জীবনে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েন। মনমরা হয়ে থাকেন কেন, এমনই সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ইরাকে। সেই সব যাবতীয় প্রশ্নের উত্তর দিতেই এই ভিডিও করেন ইরা।
https://www.instagram.com/p/CRdT4K0j0i1/?utm_medium=copy_link
ভিডিওতে ইরা জানান, তাঁর যখন ১৪ বছর বয়স সেই সময় তাঁকে যৌন হেনস্থার সম্মুখীন হতে হয়। সেই সময় তিনি কিছুই বুঝতেন না এই বিষয়ে। যৌন হেনস্থা কি, তাঁকেই বা কেন এই ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হচ্ছে কিছুই বুঝতে পারেননি তিনি। তখন বাবা মাকে সবটাই ইমেল মারফত জানিয়েছিলেন ইরা। বাবা মা ই তাঁকে সেই ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি থেকে বেরোতে সাহায্য করেন বলেও জানান ইরা। অবসাদ থেকে বেরোনোর পর আর তেমন ভয়াবহ অভিজ্ঞতা হয়নি বলেও জানিয়েছিলেন তিনি।