বাংলাহান্ট ডেস্কঃ পেট্রোল এবং ডিজেল থেকে যে কর আদায় হচ্ছে, সরকার তা ঠিক কোন খাতে ব্যয় করছে সেই বিষয়ে এবার খোলাসা করে বললেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)। লোকসভায় তিনি জানান, এই অর্থ অবকাঠামোগত সুবিধাগুলির উন্নয়নে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হচ্ছে।
দেশে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে লোকসভায় পেশ করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই অর্থ দেশের অবকাঠামোগত সুবিধাগুলির উন্নয়নে এবং অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হচ্ছে’।
নিতিন গডকরি বলেন, মোট পরিবহন ব্যয়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব প্রায় ৩৪ শতাংশ। মূলধন, বেতন, বীমা, পারমিট ট্যাক্স, রক্ষণাবেক্ষণ, জ্বালানী, টোল ট্যাক্স এবং যানবাহন কেনার জন্যও অনেক অর্থ ব্যয় হয়।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে পেট্রোল ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। প্রতিদিনই একটু একটু করে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। আর এই করোনা আবহে মূল্যবৃদ্ধির জেরে আর্থিক সংকটের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।