বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে ভ্যাকসিনেশন অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্যাকসিনের লাইনের নানান ভাইরাল ভিডিও (viral video) প্রকাশ্যে এসেছে। কখনও শান্তিপূর্ণ লাইন, আবার কখনও দেখা গিয়েছে ভ্যাকসিন না মেলায় উত্তেজনার আগুন ছড়িয়ে পড়েছে ভ্যাকসিনেশন সেন্টারের সামনে।
তবে বর্তমান সময়ে মধ্য প্রদেশের খারগোন জেলা থেকে এক ভ্যাকসিনেশন সেন্টারের সামনের এক ভিডিও ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। যা দেখে উত্তেজনা ছড়িয়েছে নেটমাধ্যমে। গরমের মধ্যে দীর্ঘক্ষণ ভ্যাকসিনেশন সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে মহিলাদের মধ্যে রীতিমত চুলোচুলি বেঁধে যায় সেখানে।
আগে দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিও-
मध्यप्रदेश के खरगोन में वैक्सीन को
लेकर महासंग्राम, pic.twitter.com/fo1Oh2gxHo— Ramurti Holkar (@__Ramholkar) July 23, 2021
ভিডিওতে দেখা যায়, গরমের মধ্যে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর কে আগে নেবে, তা নিয়েই বচসা বেঁধে যায় কিছু মহিলাদের মধ্যে। তাঁদের মধ্যেকার বচসা হাতাহাতিতে গড়ায়।
মাথার চুল টেনে এক মহিলা অন্য মহিলাকে লাইন থেকে বের করে দেয়। আবার সেই মহিলাকে বের করতে উদ্যত হয় অন্য মহিলারাও। এমন সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে মহিলাদের মধ্যেকার সংঘর্ষ থামাতে এগিয়ে যায় পুরুষেরাও। কিন্তু তাতেও সমস্যা মেটে না, তাঁদের সংঘর্ষ চলতেই থাকে। আর নেটমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমত তা ভাইরাল হয়ে যায়।