বাংলার মতো ‘পরিবর্তন’ চাই দেশ জুড়ে, ‘খেলা হবে’ নিয়ে গান লিখবেন জাভেদ আখতার!

বাংলাহান্ট ডেস্ক: মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (mamata banerjee) ও গীতিকার জাভেদ আখতার (javed akhtar) সাক্ষাৎ। এই বিশেষ।বৈঠকের দিকেই উদগ্রীব নজর ছিল রাজনৈতিক মহলের। দিল্লি সফরের তৃতীয় দিনে জাভেদ আখতার ও বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বৈঠক সারেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরির জন‍্য বিরোধী দলের নেতা মন্ত্রীদের সঙ্গে বৈঠক সারতেই দিল্লি পাড়ি মুখ‍্যমন্ত্রীর।

এদিন আগে নীতিন গড়করির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি জানান, রাজ‍্যের বিভিন্ন এলাকায় কয়েকটি সড়কের দাবি জানিয়েছেন তিনি পরিবহন মন্ত্রীর কাছে। এছাড়াও বৈদ‍্যুতিন যান তৈরির কারখানা তৈরিরও দাবি জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী।

IMG 20210728 123740
এরপরেই জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বৈঠক শেষে সাংদিকদের গীতিকার বলেন, “দেশে পরিবর্তন দরকার। দিল্লিতে দাঙ্গা হচ্ছে। এটা খুবই দুর্ভাগ‍্যজনক। গোটা দেশে ভয়ের আবহ তৈরি হয়েছে। এটা দূর করা দরকার।” তিনি আরো বলেন, “পশ্চিম বঙ্গ মডেলই উদাহরণ। গোটা দেশেই যে ‘খেলা হবে’ তাতে কোনো সন্দেহ নেই।”

এই সময়েই মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এগিয়ে এসে আখতারকে বলেন, “আপনি খেলা হবে নিয়ে একটা গান লিখে দেবেন”। তবে বিজেপি বিরোধী জোটের নেতা বা প্রধানমন্ত্রী পদপ্রার্থী কাকে করা হবে সেই বিষয়ে কোনো মন্তব‍্য করেননি জাভেদ আখতার। তিনি জানান, মমতা বন্দ‍্যোপাধ‍্যায় নেতা নির্বাচনের কাজ করতে চান না।

প্রবীণ গীতিকার এদিন বলেন, নেতা নির্বাচনটা বড় কথা নয়। বড় কথা হল দেশকে একটা ভাল পরিস্থিতিতে নিয়ে যাওয়া। বাংলায় যে ভাবে পরিবর্তন এসেছে সেই একই পরিবর্তন সারা দেশে আসুক, এমনটাই বক্তব‍্য জাভেদ আখতারের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর