বাংলাহান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসে (independence day) বরাবরের মত এবছরও লালকেল্লার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তবে এই বছর কিছুটা অন্যরকম হতে চলেছে প্রধানমন্ত্রীর এই ভাষণ। কারণ এই বছর প্রধানমন্ত্রী মোদী আপনাদের থেকে জানতে চাইছেন, আপনাদের ভাবনার কথা। আর সেই বিষয়ই তুলে ধরবেন নিজের ভাষণের মধ্য দিয়ে।
এমনটাই নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে লেখা ট্যুইটে তিনি বলেন, ‘এই ১৫ ই আগস্টে ১২৫ কোটি ভারতীয়র কণ্ঠ প্রতিনিধিত্ব হবে। ভাষণ সম্পর্কে শেয়ার করুন আপনাদের ভাবনা, এই অ্যাপের মাধ্যমে’।
My 15th Aug speech should represent the voice of 125 crore Indians. Share your ideas for the speech, on Mobile App. https://t.co/TYuxNO0R6P
— Narendra Modi (@narendramodi) July 31, 2016
প্রধানমন্ত্রীর থেকে এমন ট্যুইট পাওয়ার পর, ইতিমধ্যেই জবাব দিতে শুরু করেছেন নেটিজনরা। সাধারণ মানুষের প্রেরিত ভাবনার মধ্যে উঠে এসেছে- পেগাসাস-কাণ্ড, রাফাল, জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন, ভ্যাকসিন ইস্যু, শিক্ষা, করোনা আবহে বেকারত্ব, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, ভারত- চীন সংঘর্ষ সহ একাধিক ইস্যু।
এই ৭৫ তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর এই চিন্তাধারা অর্থাৎ দেশবাসীর ভাবনা তুলে ধরার এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। আর এই পদক্ষেপের মাধ্যমে সাধারণ মানুষের মনে কি চলছে, তাঁরা কি বিষয় নিয়ে চিন্তিত, তাও জানতে পারবেন প্রধানমন্ত্রী।
দেশবাসীর জন্য এই পোর্টাল খোলা থাকছে ১৪ ই আগস্ট রাত ১১ টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যেই নিজের ভাবনা পাঠিয়ে দিতে হবে প্রধানমন্ত্রীর কাছে। আর দেশবাসীর পাঠানো সেইসব ভাবনা থেকে বেশ কয়েকটি বেছে নিয়ে ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় নিজের ভাষণে তুলে ধরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।