বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আচমকাই ফেসবুকে দল এবং রাজনীতি ছাড়ার ঘোষণা করেছিলেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এরপর থেকেই ওনাকে নিয়ে চারিদিকে নানান জল্পনার সৃষ্টি হয়। রাজ্য রাজনীতিতে প্রশ্ন ওঠে যে, উনি কী অন্য কোনও দলে যোগ দিচ্ছেন তাহলে? যদিও বাবুল সুপ্রিয় স্পষ্ট জানান যে তিনি আজীবনই বিজেপির সমর্থক হয়ে থাকবেন। অন্য কোনও দলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই।
যদিও, বাবুল সুপ্রিয়র ফেসবুকে ইস্তফাকে সম্পূর্ণ নাটক বলে আখ্যা দিয়েছিলেন তৃণমূলের (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি শোলে সিনেমার প্রসঙ্গ টেনে এনে বলেছিলেন যে, ধর্মেন্দ্র যেমন নাটক করতে জল ট্যাঙ্কির উপরে চড়েছিল, তেমনই বাবুল সুপ্রিয়ও নাটক করছেন। কুণাল ঘোষ এও বলেছিলেন যে, সংসদ চলছে সেখানেই তিনি ইস্তফা দিতে পারতেন তো, সেটা না করে ফেসবুকে এসে নাটক করার কী আছে?
কুণাল ঘোষের এই মন্তব্যের পর বাবুল সুপ্রিয় গতকাল রাতেই জবাব দেন। তিনি আরও একটি পোস্ট করে দলীয় নেতা দিলীপ ঘোষ এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে একযোগে আক্রমণ করেছিলেন। বাবুল সুপ্রিয়র ওই পোস্টে এটুকু স্পষ্ট ছিল যে, তিনি বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপরে ক্ষুব্ধ। আর বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়র দ্বন্দ্ব কারও অজানা নেই।
আরেকদিকে, আজ আবারও একটি পোস্ট করে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করেছেন কুণাল ঘোষ। তিনি বাবুল সুপ্রিয়র ঘোষণাকে আবারও নাটক আখ্যা দিয়ে একটি টুইট করে লেখেন, ‘কী বাবুল, গল্প তৈরি তো? মোদিজি, নাড্ডিজিরা বললেন না ছাড়তে… স্পিকার চিঠি নিতে চাইলেন না… চিঠিতে টেকনিকাল ভুল রয়ে গেল… চিত্রনাট্য তৈরি? আবার বলছি, নাটক। কাঁচা হাতে লেখা নাটক। হয় ইস্তফা, নাহলে নাটক স্বীকার করে পোস্ট করলে ভালো হয়। জলট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র…”
কী বাবুল, গল্প তৈরি তো?
মোদিজি, নাড্ডিজিরা বললেন না ছাড়তে…
স্পিকার চিঠি নিতে চাইলেন না…
চিঠিতে টেকনিকাল ভুল রয়ে গেল…
চিত্রনাট্য তৈরি?
আবার বলছি, নাটক। কাঁচা হাতে লেখা নাটক।
হয় ইস্তফা, নাহলে নাটক স্বীকার করে পোস্ট করলে ভালো হয়।
জলট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 1, 2021
কুণাল ঘোষ বারবার বাবুল সুপ্রিয়কে নিয়ে কটাক্ষ করে এটাই বোঝাতে চেয়েছেন যে, বাবুল সুপ্রিয়র দলত্যাগের ঘোষণা আদতে একটা নাটকের অংশ। উনি খুব শীঘ্রই নিজের দলত্যাগের ঘোষণা প্রত্যাহার করছেন।