ধোপে টিকলো না চীন, ReCAAP নির্বাচনে জিনপিংয়ের দেশকে গোহারা হারালো ভারত

বাংলাহান্ট ডেস্কঃ চীনকে (china) একটি বড় ধাক্কা দিয়েছে ভারত (india)। ভারতের ধারে কাছেও টিকতে পারেনি জিনপিং-র দেশ চীন। রিজিওনাল কর্পোরেশন এগ্রিমেন্ট অফ কম্বেটিং পাইরেসি এন্ড আর্মড রবারি এগেনইস্ট শিপ ইন এশিয়ার (ReCAAP) এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে নির্বাচনের মাধ্যমে নিযুক্ত হয়েছেন কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল কে নটরাজন (K Natarajan)। এটির সদর দফতর রয়েছে সিঙ্গাপুরে।

এই সাফল্যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr S Jaishankar) অভিনন্দন জানিয়েছেন কে নটরাজনকে। ট্যুইটে শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘ReCAAP এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হওয়ার জন্য কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল কে নটরাজনকে অনেক ধন্যবাদ জানাই। সমুদ্র নিরাপত্তায় ভারতের অবদান বৃদ্ধি পাবে’।

ReCAAP-র মোট ২১ জন সদস্যের ভোটদানের মধ্য দিয়ে ১৪ টি ভোট পেয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন কে নটরাজন। এই নির্বাচনে ভারতের পাশাপাশি অংশ নিয়েছিল চীন এবং ফিলিপিন্সও। সেখানে চীন পেয়েছে ৪ টি ভোট এবং ফিলিপিন্স পায় ৩ টি ভোট। এই পদের জন্য পরবর্তী নির্বাচন হবে ২০২২ সালে।

unnamed 88

এই নির্বাচনে ভারতের পক্ষে ছিল মায়নমার, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মত দেশগুলো। পাশাপাশি আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ডেনমার্ক, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ডস এবং নরওয়েও ছিল ভারতের পক্ষে। অন্যদিকে চীনের পক্ষে ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যেমন থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস।

এশিয়াতে জলদস্যুতা এবং জাহাজের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতির প্রতিবাদে সহযোগিতা প্রচার ও বৃদ্ধি জন্যই ReCAAP চালু করা হয়। প্রথমে এখানে ১৪ জন সদস্য থাকলেও, বর্তমানে সেখান সদস্য সংখ্যা ২১।

Smita Hari

সম্পর্কিত খবর