বাংলাহান্ট ডেস্কঃ শনিবার রাতে দুর্ঘটনার কবলে পড়লেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। যদিও এই দুর্ঘটনায় সাংসদের গাড়ি ক্ষতিগ্রস্থ হলেও, তাঁর কোন আঘাত লাগেনি। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজনীতির অন্দরে।
সূত্রের খবর, শনিবার রাতে তমলুক থেকে কাঁথি ফিরছিলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেই সময় জাতীয় সড়কে আচমকাই সাংসদের গাড়িতে একটি লরি এসে ধাক্কা মারে। তবে গাড়িটিকে ধরা যায়নি বলেই জানা গিয়েছে এবং চালকও পলাতক রয়েছেন।
দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন দিব্যেন্দু অধিকারী। তবে তাঁর কোন ক্ষতি না হলেও, গাড়িটির যথেষ্ট ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর গতকাল রাতে আবার কাঁথির বাড়িতেই ফিরে গিয়েছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই ঘটনায় চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাতে পায়ে হেঁটেই আগরতলা শহরের নাইট কার্ফু পরিদর্শন করেছেন ত্রিপুরার (tripura) মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (biplab deb)। কিন্তু বৃহস্পতিবার রাতে ঘটে যায় এক চরম বিপত্তি। আচমকাই রাস্তায় দ্রুত বেগে এক গাড়ি এসে ধাক্কা দেওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। কোনক্রমে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ বাঁচান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায়। প্রতিদিনকার মত, সেদিন রাতেও পায়ে হেঁটে নাইট কার্ফু পরিদর্শন করছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আর পরিদর্শন শেষে যখন মুখ্যমন্ত্রী সরকারী আবাসিকের দিকে ফিরছিলেন, সেই সময় বিপ্লব দেবকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি গাড়ি। যে গাড়িতে তিনজন ব্যক্তি ছিলেন। ঘটনায় আমন সাহা, শুভম সাহা এবং গাড়ির চালক গৈরিক সাহাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৭৯, ৩০৭, ৩৩২, ৩৫৩, ৪২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।