‘ক্ষমতা থাকলে আমাকে আটকাও’, যুবনেতাদের উপর হওয়া হামলার প্রতিবাদে আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

বাংলাহান্ট ডেস্কঃ কথা ছিল দুসপ্তাহ বাদে পা রাখবেন ত্রিপুরায় (tripura)। কিন্তু আজই অর্থাৎ রবিবার ত্রিপুরা ছুটছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। সকাল সাড়ে ১০ টা নাগাদ তিনি ত্রিপুরা পৌঁছাবেন বলে জানা গিয়েছে।

একুশের বিধানসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর, এবার টার্গেট ২৮-র লোকসভা। সেই মর্মে ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল বাহিনী। কিন্তু কিছুদিন আগেই ত্রিপুরা সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর গাড়ির উপর হামলা হওয়ায়, সেই ঘটনার তীব্র নিন্দাও করে সবুজ শিবির। এবার আক্রান্ত হল তৃণমূল যুবনেতৃত্বরা। আর সেই কারণেই রবিবার সকাল সকাল ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এই ঘটনা প্রসঙ্গে গতকাল রাতে স্যোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বিজেপির গুণ্ডাদের হাতে আজ যেভাবে তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়াতে আমি ত্রিপুরা যাচ্ছি আগামীকাল। আমার শেষ রক্ত বিন্দু পর্যন্ত লড়ে যাব- এই প্রতিজ্ঞা করছি। যদি পারেন, আমাকে থামিয়ে দেখান @BjpBiplab!’

প্রসঙ্গত যে হামলার প্রতিবাদ করে আজই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই হামলার ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। ত্রিপুরায় আশিস লাল সিংহের নেতৃত্বে সেখানে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। গত এক সপ্তাহ ধরে আগরতলায় থেকে দলীয় কর্মসূচি পালন করছিলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, যুব সংগঠনের নেত্রী জয়া দত্ত ও যুবনেতা সুদীপ রাহারা।

abhishek banerjee 12 1

এবার অভিযোগ উঠেছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা শনিবার দুপুরে তাঁদের গাড়ির উপর চড়াও হয়। বাঁশ, রড দিয়ে তাঁদের মারধর করার অভিযোগ উঠেছে। ইট, পাথর ছুঁড়ে তাঁদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি এই সংঘর্ষের জেরে মাথায় গুরুতর আঘাত লাগে সুদীপ রাহার। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজনীতির অন্দরে। এই ঘটনার প্রতিবাদেই আজ ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর