ঘাটালবাসীর দুঃখ ঘোচাতে মসিহা হলেন দেব, কমিউনিটি কিচেন খুলে করছেন সাহায্য

বাংলাহান্ট ডেস্কঃ জলে ভাসছে তাঁর এলাকা ঘাটাল (Ghatal)। এবার সেই ঘাটলবাসীর দুঃখ কিছুটা হলেও দূর করতে কমিউনিটি কিচেন খুললেন সাংসদ অভিনেতা দেব (Dev)। এই কমিউনিটি কিচেনের মাধ্যমে প্লাবিত এলাকার মানুষের কাছে পৌঁছে যাচ্ছে রান্না করা তৈরি খাবার।

338442 3ff76129 e47e 426a accd f3e2b2697307

একদিকে বৃষ্টি জল এবং অন্য দিকে DVC-র ছাড়া জলে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটালের একাধিক এলাকা। বন্যার ফলে এলাকাবাসীর দুর্দশার চিত্র নিজের চোখেই কদিন আগেই দেখে এসেছেন সাংসদ দেব। বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত, বিলি করেছন ত্রাণও।

338440 a5a96112 5e11 433b b074 e63a0dedccaa

বন্যায় জলমগ্ন মানুষদের সঙ্গে কথা বলে, তাঁদের পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন দেব। তবে সেখানে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দেবের মুখে বলতে শোনা গিয়েছিল, ‘ঘাটাল মাস্টার প্ল্যান পাস করাতে হলে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হতে হবে। যতদিন না দিদি প্রধানমন্ত্রী হচ্ছেন, ততদিন এই প্ল্যান কার্যকর হওয়া সম্ভব নয়’।

pic 11 5

তারপর আবারও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছুঁটে গিয়েছিলেন বন্যা কবলিত মানুষদের কাছে। আবারও শুনেছিলেন তাঁদের দুঃখ দুর্দশার কথা। তবে এরই মধ্যে বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য খুলে দিলেন কমিউনিটি কিচেন। যার ফলে, বন্যা প্লাবিত এলাকার মানুষদের কাছে পৌঁছে যাবে রান্না করা খাবার।


Smita Hari

সম্পর্কিত খবর