অভিনব প্রতিযোগিতার আয়োজন মোদী সরকারের, সহজেই জিতে নিতে পারেন ১৫ লক্ষ টাকা

বাংলা হান্ট ডেস্কঃ কাল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। আর এই স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় সরকার আয়োজন করল এমন একটি প্রতিযোগিতা যা থেকে আপনিও জিততে পারেন দু’লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা। এর জন্য শুধুমাত্র আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতার তিনটি বিভাগে প্রথম স্থান অর্জন করলেই আপনি পাবেন সরাসরি ১৫ লক্ষ টাকা পুরস্কার। এই প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে পারবেন আপনি আর কিই বা করতে হবে আপনাকে, আসুন জেনে নেওয়া যাক।

২০২১ সালের বাজেট বৈঠকেই সরকার জানিয়েছিল, পরিকাঠামোগত অর্থায়নের জন্য ডেভলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউট তৈরি করার কথা। ২০২৪-২৫ সাল অবধি ন্যাশনাল পাইপ লাইনের মাধ্যমে প্রায় ৭০০০ পরিকাঠামো গড়ে তুলতে চায় সরকার, যাতে সরকারি বিনিয়োগ হবে প্রায় ১১১ লক্ষ কোটি টাকা। যেকোনো প্রকল্প শুরু করতে প্রথমেই যে বিষয়গুলি দরকার তা হল নাম, লোগো এবং ট্যাগ লাইন।

এবার তার জন্যই সরকার আয়োজন করল একটি প্রতিযোগিতা। প্রথমেই জানিয়ে রাখি, কিভাবে যোগদান করা যাবে এই প্রতিযোগিতায়। এতে অংশ নিতে, আপনাকে Mygov.in এ লগইন করতে হবে এবং ওয়েবসাইটে ঢুকে Participate অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং আপনার এন্ট্রি জমা করলেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি তৈরি। মনে রাখবেন শেষ তারিখ ১৫ আগস্ট।

bbbvbv

এবার আসা যাক প্রতিযোগিতার বিষয়টিতে, নাম, লোগো এবং ট্যাগলাইন তিনটি বিভাগের জন্যই আলাদা আলাদা পুরস্কার রয়েছে। এক্ষেত্রে প্রথম পুরস্কারের মূল্য পাঁচ লক্ষ, দ্বিতীয় পুরস্কারের মূল্য তিন লক্ষ এবং তৃতীয় পুরস্কারের মূল্য দু’লক্ষ টাকা। তবে সরকারের বেশ কিছু শর্ত রয়েছে। আপনাকে এমন নাম এবং ট্যাগ লাইন ভাবতে হবে, যা এই সরকারি প্রকল্পটিকে খুব সহজে সকলের কাছে পৌছে দিতে সক্ষম হয়। লোগোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আপনার ডিজাইন এমন হবে যাতে প্রকল্পের পুরো বিষয়টি সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। এখন তিনটি বিষয়েই যদি আপনি প্রথম স্থান অর্জন করেন তাহলে খুব সহজেই অর্জন করতে পারেন ১৫ লক্ষ টাকা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর