জাহাঙ্গীরের প্রথম মালদ্বীপ ভ্রমণ, সইফের জন্মদিনে সপরিবারে ছবি শেয়ার করলেন করিনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সইফ আলি খানের (saif ali khan) শুভ জন্মদিন। মালদ্বীপে সপরিবারে স্বামীর জন্মদিন উদযাপন করছেন করিনা কাপুর খান (kareena kapoor khan)। আর এই বিশেষ দিন উপলক্ষে ছোট ছেলে জাহাঙ্গীর ওরফে জেহ এর সঙ্গে পুরো পরিবারের একটি ছবি অনুরাগীদের উপহার দিয়েছেন বেবো।

সইফের জন্মদিনের আগেভাগেই দুই ছেলে ও স্বামীকে নিয়ে মালদ্বীপ উড়ে গিয়েছিলেন করিনা। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম বই ‘করিনা কাপুর খানস প্রেগনেন্সি বাইবেল’। তাই উদযাপন দ্বিগুণ। দুটি ছবি শেয়ার করে সইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। প্রথম ছবিতে স্বামীর কাঁধে হাত রেখে লেন্সবন্দি হয়েছেন করিনা। সঙ্গে রয়েছে তৈমুরও। পাশেই শুয়ে ছোট্ট জাহাঙ্গীর। পরের ছবিতে সুইমিং পুলের জলে অন্তরঙ্গ ভাবে ধরা দিয়েছেন সইফ করিনা।


জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে বার্তা দিয়েছেন করিনা। লিখেছেন, ‘আমার জীবনের ভালবাসাকে জানাই শুভ জন্মদিন। তোমার সঙ্গে অনন্তকাল এবং তারপরেও থেকে যেতে চাই আমি।’ অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। সইফকে শুভেচ্ছা জানিয়েছেন মালাইকা অরোরা, অমৃতা অরোরা, করিশ্মা কাপুর, সোনম কাপুর সহ আরো অনেকেই।

https://www.instagram.com/p/CSn0An5jjrx/?utm_medium=copy_link

করিনার ছোট ছেলে জাহাঙ্গীরের জন্মের পর এটাই তাঁদের প্রথম ভ‍্যাকেশন। অর্থাৎ এই প্রথম মালদ্বীপ ভ্রমণ করল ছোট্ট জেহ। গত সপ্তাহেই পাপারাৎজির ক‍্যামেরায় ধরা পড়ে জাহাঙ্গীরের প্রথম ছবি। মুহূর্তের মধ‍্যে ভাইরাল হয় সেই ছবি। করিনার ছোট ছেলেকে দেখে নেটিজেনদের মত একেবারে মায়ের মতোই দেখতে হয়েছে তাকে।

https://www.instagram.com/p/CSoAYCTjm0K/?utm_medium=copy_link

করিনাও এর আগে জানিয়েছিলেন তাঁর দুই ছেলে দু রকম হয়েছে। তৈমুর ছোট থেকেই পাপারাৎজিকে দেখে লাইমলাইটের মধ‍্যে থেকে বড় হয়েছে। সে অনেক বেশি দুরন্ত, উচ্ছ্বল। কিন্তু এই ক মাসেই জেহ ওরফে জাহাঙ্গীর অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। করিনা আরো লিখেছেন তৈমুরকে বাবা সইফের মতো দেখতে হয়েছে। কিন্তু জাহাঙ্গীর একেবারে মায়ের মতো দেখতে হয়েছে।

X