বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবানের কবজার পর কাবুলিওয়ালারা প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। সম্প্রতি তালিবানরা কাবুল দখল করার পর সেখানকার এয়ারপোর্ট থেকে মর্মান্তিক ছবি আর ভিডিও ভাইরাল হয়েছিল (Viral Video)। ভিডিওতে দেখা যাচ্ছিল যে, আফগানরা কীভাবে নিজেদের জীবন বাজি রেখে দেশ ছাড়তে চাইছে। কাবুল এয়ারপোর্ট থেকে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে তিনজনকে উড়ন্ত বিমান থেকে মাটিতে পড়তে দেখা গিয়েছিল।
এবার আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে দেশ ছাড়ার জন্য আফগানরা বিমানের ডানায় উঠে বসে রয়েছে। এমনকি তাঁরা চলন্ত বিমানের ডানায় বসে আবার ভিডিও পর্যন্ত করেছে। আর ওই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
মহিলা, বাচ্চা সমেত আফগান পুরুষদের মধ্যেও দেশ ছাড়ার হিড়িক পড়েছে। তাঁরা এটুকু বুঝে গিয়েছে যে, তালিবানদের ক্ষমতায় তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এমনকি তাঁদের প্রাণও হারাতে হবে। আর সেই কারণেই তাঁরা যে করেই হোক দেশ ছাড়তে চায়। কখনও বিমানের চাকায় বসে, আবার কখনও বিমানের ডানায় বসে আফগানিদের দেশ ছাড়ার ভিডিও চারিদিক তোলপাড় করেছে।
View this post on Instagram
আমেরিকা, ভারত সহ প্রতিটি দেশই নিজেদের নাগরিকদের আফগানিস্তান থেকে উদ্ধার করার জন্য একে একে বিমান পাঠাচ্ছে। একদিন আগে আমেরিকার ১৪০ জন বহনকারী একটি বিমানকে ৬৪০ জনকে নিয়ে আকাশে উড়ে যেতে দেখা গিয়েছে। একদিকে যেমন আফগানরা কোনরকম ভাবে দেশ ছাড়তে চাইছে, অন্যদিকে বিভিন্ন দেশও তাঁদের নাগরিকদের তালিবানের প্রকোপের হাত থেকে বাঁচাতে আফগানিস্তান থেকে উদ্ধার করতে ব্যস্ত।