ভারতের সবথেকে শিক্ষিত ক্রিকেটার, ডিগ্রি দিয়ে চোখ বুজে NASA-য় চাকরি মিলতে পারে! তবে স্বপ্ন ক্রিকেট খেলার

বাংলা হান্ট ডেস্কঃ খেলোয়াড়রা সাধারণত পড়াশোনায় তেমন ভালো হন না, এমন একটা মিথ বহুদিন ধরেই প্রচলিত। খেলাতে অতিরিক্ত সময় দিতে গিয়ে পড়াশোনার সময় দিতে পারেন না তারা, এমন কথাই বারবার সামনে আসে। কিন্তু বহু ব্যতিক্রম রয়েছে। ভারতের দুই বিখ্যাত স্পিনার রবীচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে এক্ষেত্রে হয়তো সবচেয়ে বড় দৃষ্টান্ত। রবীচন্দ্রন অশ্বিন নিজে ছিলেন একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অন্যদিকে অনিল কুম্বলেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রী লাভ করেছিলেন।

একদিকে যেমন খেলোয়াড়দের আমরা চিনি তাদের মাঠে অসাধারণ পারফরম্যান্সের জন্য, তেমনি কিন্তু বহু খেলোয়াড় রয়েছেন যাদের শিক্ষাগত যোগ্যতাও সংবাদ শিরোনামে উঠে এসেছে বারবার। আজ যে খেলোয়াড়ের কথা বলতে চলেছি, তাকে যে এই মুহূর্তে ভারতে সবচেয়ে বেশি শিক্ষিত খেলোয়াড় বলা চলে এ নিয়ে কোন সন্দেহ নেই। এই খেলোয়াড়ের নাম আবিষ্কার সালভী। সালভী ছিলেন একজন দুর্দান্ত জোরে বোলার। ২০০৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক করেন তিনি।

যদিও তার ক্রিকেট কেরিয়ার খুব একটা লম্বা ছিল না। চোটের কারণে ভারতের হয়ে মাত্র চারটি ওয়ানডেতেই মাঠে নামতে পেরেছিলেন আবিষ্কার। চার ম্যাচে চারটি উইকেট পান তিনি। এছাড়া আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও মাঠে নেমেছেন আবিষ্কার। প্রথমশ্রেণীর ক্রিকেটে মাত্র ৬২ টি ম্যাচে ১৬৯ টি উইকেট রয়েছে এই জোরে বোলারের। এবার আসা যাক তার শিক্ষাগত যোগ্যতার কোথায়। সালভী অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি লাভ করেছিলেন। যার জেরে NASA-তেও চাকরি করতে পারতেন তিনি। সাধারণত অ্যাস্ট্রোফিজিক্স বা জ্যোতিঃপদার্থবিজ্ঞানে ডিগ্রী থাকলে BARC, NCRA প্রভৃতি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাওয়া যায়।

images 2021 08 18T115418.686

তবে আবিষ্কার বেছে নেন ক্রিকেটকে। এই জন্যই হয়তো বলা হয়, ক্রিকেট শুধু একটা খেলা নয় তা এক একজন মানুষের স্বপ্ন এবং নেশাও বটে। প্রসঙ্গত উল্লেখ্য শুধু আবিষ্কার নয় রাহুল দ্রাবিড়ও যথেষ্ট শিক্ষিত। বিজনেস ম্যানেজমেন্টের ডিগ্রী রয়েছে দ্রাবিড়ের। তাই খেলোয়াড়রা খেলায় মন দিতে গিয়ে পড়াশোনায় গাফিলতি করেন একথা সবক্ষেত্রে ঠিক নয়।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর