আফগানিস্তান ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসায় তৃণমূল সাংসদ, চিঠি লিখে জানালেন ধন্যবাদ

বাংলাহান্ট ডেস্কঃ আফগানিস্তান (afghanistan) ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) প্রশংসায় পঞ্চমুখ হয়ে, সরাসরি তাঁকে চিঠিই লিখে ফেললেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী (Dibyendu Adhikari)। এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। বিরোধীপক্ষের সাংসদ হয়েও প্রধানমন্ত্রীকে প্রশংসাসূচক চিঠি লেখায়, কিছুটা চাপে সবুজ শিবির।

শাসক দলে থেকেও এভাবে সর্বসমক্ষে প্রধানমন্ত্রীর প্রশংসা যেন, দিব্যেন্দুর দলবদলের জল্পনা আরও উস্কে দিচ্ছে। দাদা শুভেন্দু অধিকারী এবং ভাই সৌমেন্দু অধিকারী বর্তমানে বিজেপিতে রয়েছে। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে হারিয়ে, বিধায়ক পদ ছিনিয়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে তাঁদের বাবা শিশির অধিকারীর অবস্থান এখনও স্পষ্ট না হলেও, এরই মধ্যে দিব্যেন্দুর আচরণ ভাবাচ্ছে ঘাসফুল শিবিরকে।

wbemid02dibyenduadhikarilaterwb10010 17082021164749 1708f 1629199069 231

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দিব্যেন্দু অধিকারী লেখেন, ‘আফগানিস্তানের বর্তমান কঠিন পরিস্থিতির মধ্যে ভারতীয় দূতাবাসের কর্মী এবং ভারতীয়দের যেভাবে ফিরিয়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, তাঁর সাহসিকতা প্রশংসনীয়। এছাড়াও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেখানকার ভারতীয়, আফগান শিখ ও হিন্দুদের সঙ্গে যেভাবে যোগাযোগ রেখে তাঁদের ভরসা যুগিয়ে চলেছেন, তাও সাহসিকতার নজির রাখে। পাশাপাশি এই সংকট মুহূর্তে আফগান নাগরিকদের ভিসার ব্যবস্থা করে দেওয়াটাও প্রশংসার নজির রাখে’।

তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি দেশে এবং বিদেশে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা, অখণ্ডতা এবং একতা বজায় রাখতে, কোন পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর এই আচরণ আগামী দশকের কাছে উদাহরণ স্বরূপ হয়ে থাকবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর