বাংলাহান্ট ডেস্ক: বলিউডে পা রাখছেন শাহরুখ খান-কন্যা সুহানা খান (suhana khan)। বাবা বলিউডের কিং খান। কিন্তু ছেলে মেয়েদের অভিনয়ের কেরিয়ারের ক্ষেত্রে সবসময় নিজের অবস্থান স্পষ্ট করে এসেছেন শাহরুখ। সুহানা তাঁর মতোই অভিনয় করতে চান, এমনটাই জানিয়েছিলেন বলিউড বাদশা। কিন্তু তাঁর শর্ত ছিল, নিজে স্ট্রাগল করে জায়গা আদায় করে নিতে হবে ছেলে মেয়েদের।
ইতিমধ্যেই একাধিক তারকা সন্তান বলিউড ডেবিউ করে ফেলেছেন। তাদের মধ্যে সারা আলি খান বাদে বাকি প্রায় সকলকেই লঞ্চ করেছিলেন পরিচালক প্রযোজক করন জোহর (karan johar)। এর জেরে গত বছর ‘নেপোটিজমের ধ্বজাধারী’ বলে চরম কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। তাই করনের হাত ধরে বলিউডে পা রাখার ঝুঁকি নিতে রাজি হননি সুহানা।
তার বদলে পরিচালক জোয়া আখতারের ছবিতে তিনি অভিষেক করতে চলেছেন বলে খবর শোনা যাচ্ছে টিনসেল টাউনে। নব্বইয়ের দশকের জনপ্রিয় কমিকস ‘আর্চি’র এক দেশি সংষ্করণ বানাতে চলেছেন জোয়া। একা সুহানা নন, তাঁর পাশাপাশি শ্রীদেবী কন্যা খুশি কাপুর ও সইফ পুত্র ইব্রাহিম আলি খানও ডেবিউ করতে চলেছেন এই ছবিতেই।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের খবর, আর্চি কমিকসের দুই মহিলা চরিত্রের জন্য সুহানা ও খুশি কাস্ট করেছেন জোয়া। সুহানাকে দেখা যাবে বেটির চরিত্রে এবং খুশি হবেন ভেরোনিকা। শোনা যাচ্ছে, কমিকসের মূল চরিত্র আর্চির ভূমিকায় দেখা যেতে পারে ইব্রাহিমকে। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে এই ছবি। তবে পুরো বিষয়টাই এখনো জল্পনার স্তরে রয়েছে। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো খবরই মেলেনি পরিচালক বা অভিনেতা অভিনেত্রীদের তরফে।
https://www.instagram.com/p/CQfyp1artgO/?utm_medium=copy_link
বেশ অনেকদিন ধরেই সুহানা ও খুশির বলিউড ডেবিউ নিয়ে জল্পনা কল্পনা চলছিল বিনোদুনিয়ায়। বলা বাহুল্য, শাহরুখের সঙ্গে করনের খুবই ভাল সম্পর্ক। সুহানাকেও নিজের মেয়ের মতোই ভালবাসেন তিনি। তাই তাঁর ইচ্ছা ছিল নিজের ছবিতেই কিং খান কন্যাকে লঞ্চ করার। অপরদিকে খুশির দিদি জাহ্নবী কাপুরও করনের প্রযোজনায় ‘ধড়ক’ ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। কিন্তু এবারে জোয়া আগেই বাজি মেরে দিলেন। এখন শুধু অপেক্ষা নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষনার।