গ্রেনেড থেকে রকেট লঞ্চার, ড্রোন থেকে অ্যাটাকিং চপার! মারাত্মক হাতিয়ারে বলিয়ান তালিবান

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য বাহিনী সরতে না সরতেই রীতিমতো সক্রিয় হয়ে উঠেছিল তালিবান। কার্যত রবিবারই কাবুল দখল করে কুড়ি বছর বাদে ফের একবার ক্ষমতায় ফিরেছে তারা। ইতিমধ্যেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ক্ষমতা দখলের সাথে সাথেই নতুন অস্ত্রে রীতিমতো সুসজ্জিত হয়ে উঠেছে তালিবানরা।

এর আগেই জানা গিয়েছিল কান্দুজে আফগানিস্তানকে বন্ধু রাষ্ট্র ভারতের উপহার দেওয়া এমআই-২৪ হেলিকপ্টার দখল করেছিল তালিবান গোষ্ঠী। যদিও এই হেলিকপ্টার থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে নেয় আফগান সেনা। যার ফলে তাকে তেমন ভাবে কাজে লাগাতে পারেনি তালিবান গোষ্ঠী। কিন্তু একেক জায়গায় ক্ষমতা দখলের সাথে সাথেই আমেরিকার দেওয়া অত্যাধুনিক অস্ত্রশস্ত্রগুলিও দখল করেছে তারা।

সংবাদমাধ্যমের হাত ধরে এমন অনেক ছবি সামনে এসেছে যাতে দেখা গিয়েছে তালিবান গোষ্ঠীর হাতে রয়েছে রাশিয়ার তৈরি এ কে ৪৭ রাইফেল। এমনকি তাদের হাতে এম ৪ কার্বাইন এবং এম ১৬ রাইফেলও দেখা গিয়েছে। এছাড়া তালিবানদের কাছে ইউ এইচ-৬০ ব্ল্যাক হক অ্যাটাকিং হেলিকপ্টারেরও হদিশ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, কান্দুজে যে সেনা আত্মসমর্পণের ভিডিও প্রকাশ করেছিল তারা তাতে দেখা গিয়েছে যোদ্ধারা ব্যবহার করছে অস্ত্র ও কামান দিয়ে সজ্জিত সেনাবাহিনীর গাড়ি।

IMG 20210818 185259

এখন তালিবান যোদ্ধাদের হাতে রয়েছে হেভি মোবিলিটি হুইলার হামভি, ছোট ও হালকা অস্ত্র ড্রোন এবং গ্রেনেড লঞ্চার। এর বেশিরভাগই আমেরিকা আফগান সেনাদের হাতে তুলে দিয়েছিল আসন্ন যুদ্ধের কথা মাথায় রেখে। সব মিলিয়ে এখন যে অস্ত্র শক্তিতে রীতিমতো বলিয়ান তালিবানরা এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর