নীরজ চোপড়া জাতীয় নয় বিশ্ব ক্রাশ! সোনার ছেলেকে নিয়ে উচ্ছসিত কিয়ারা আডবানি

বাংলা হান্ট ডেস্ক: জাপানের টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) দীর্ঘ ১২১ বছরের খরা কাটিয়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra)। তাঁর সাফল্যে আনন্দে ভাসছে গোটা দেশ। যার জেরে সোশ্যাল মিডিয়ায় হরিয়ানার বাসিন্দা ২৩ বছরের বয়সী এই তরুণ তুর্কির ফলোয়ার সংখ্যা রাতারাতি ২০ লক্ষ বেড়ে গিয়েছে। দেশের মহিলা মহলে তিনিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

স্বর্ণ পদক জয়ের পর থেকেই ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম আর্মি ম্যান নীরজ চোপড়ার ব্যক্তিগত জীবন নিয়ে গুগলে দিনরাত নানা প্রশ্ন করছেন তাঁর অনুরাগীরা। আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, নীরজের লাভ লাইফ নিয়েই বেশি সার্চ হচ্ছে গুগলে। ‘গার্লফ্রেন্ড আছে? প্রেম করেন নীরজ?’ এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন অনুরাগীরা। অনেকে আবার কয়েক ধাপ এগিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন সোনার ছেলের বাড়িতে।

তবে অলিম্পিকে সোনা জয়ের পর থেকে এখনও পর্যন্ত এক দন্ড বিশ্রাম নিতে পারেননি নীরজ। প্রতিনিয়ত তাঁকে সম্মান জানাতে কোথাও না কোথাও নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এই মুহূর্তে দেশজুড়ে তাঁর বিশাল খ্যাতি। সর্বত্রই শুধুমাত্র তাঁকে নিয়ে আলোচনা চলছে। দেশের সমস্ত মেয়েরাই তাঁর জন্য পাগল। শুধু তাই নয়, ইতিমধ্যে বলিউডের অনেক সেলিব্রেটিও তাঁর ভূয়সী প্রশংসা করেছেন।

মাত্র কদিন আগেই স্বাধীনতা দিবসের দিন কার্গিল যুদ্ধে শহীদ বীর যোদ্ধা ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক ‘শেরশাহ’ (Shershah) মুক্তি পেয়েছে। এই সিনেমায় বিক্রম বাত্রার ভূমিকায় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং তাঁর বাগদত্তার ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আডবানি (Kiyara Advani) । এই সিনেমার প্রমোশনের জন্য এখন প্রায়ই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে।

সম্প্রতি এমনই এক অনুষ্ঠানে নীরজের সোনা জয়ের প্রসঙ্গ উঠলে সিদ্ধার্থ বলেন, ‘নীরজই আমাদের আসল শেরশাহ। যিনি প্রকৃত অর্থে দেশকে গর্বিত করেছেন।’ অন্যদিকে নীরজকে জাতীয় ক্রাশ আখ্যা দেন কিয়ারা। তিনি বলেন, ‘আমার মনে হয় নীরজ শুধু দেশেরই নয়, এই মুহূর্তে গোটা বিশ্বের ক্রাশ।’

ad

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর