বাংলাহান্ট ডেস্কঃ পোস্টিং নিয়ে যেতে চান তালিবান শাসিত আফগানিস্তানে (afghanistan)- এমনই আর্জি জানিয়ে দিল্লী হাইকোর্টে পিটিশন জমা দিয়েছিলেন আইটিবিপি (ITBP)-র দুই মহিলা কনস্টেবল। শনিবার তাদের এই আর্জি খারিজ করে দিলেন বিচারপতি অমিত বনসল ও অমত সহাই। তবে এই দুই মহিলা কনস্টেবলের সাহসিকতার প্রশংসাও করলেন তারা।
দীর্ঘ ২০ বছর পর তালিবানরা গত ১৫ ই আগস্ট আবারও দখল করে আফগানিস্তান। তালিবানরা কাবুল দখলের অনেক আগেই সেখানে যেতে চেয়েছিলেন ওই দুই মহিলা কনস্টেবল। তবে শনিবার তাদের আর্জি খারিজ হয়ে গেলেও এখনও তারা আফগানিস্তানে যেতে সমানভাবেই আগ্রহী রয়েছেন।
দুই মহিলা কনস্টেবলের আবেদনে সাড়া না দিলেও, তাদের সাহসিকতার প্রশংসা করেছেন বিচারপতিরা। তবে তারা জানিয়েছেন, এই মুহূর্তে সেখানে তিন মহিলা কনস্টেবল রয়েছেন। তাই এখান সেখানে তাদের প্রয়োজন নেই।
তারা আরও জানান, ‘প্রয়োজন অনুসারে যে কোন জায়গায় পোস্টিং দেওয়ার বিষয়টা, আইটিবিপি-র একেবারেই নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত। এই বিষয়ে আদালতের কোন কিছু বলার নেই। তবে এই মুহূর্তে আমাদের কিছু করার নেই। এই দুই মহিলা কনস্টেবলের সাহস ও মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা দেখে, আমরা আশ্চর্য হয়ে গিয়েছি’।
আইটিবিপি সূত্রে জানা গিয়েছে, ‘কাবুল দূতাবাসের নিরাপত্তার খাতিরে ২০২০-র অগাস্টে এই দুই মহিলা কনস্টেবলকে সেখানে পাঠানো হয়। সেখানে তাদের দুবছর থাকার কথা থাকলেও, পরিস্থিতি খারাপ হওয়ায় গত জুনেই তাদের ফিরিয়ে আনা হয়। কিন্তু এখন সেখানে দূতাবাসে থাকা মহিলা ও শিশুদের সুরক্ষার খাতিরেই সেখানে যেতে চান তারা’।