‘রামই সব, রাম সবার” অযোধ্যা থেকে রামকথার মূল্যবোধ সারাবিশ্বে ছড়িয়ে দেওয়ার বার্তা রাষ্ট্রপতির

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশ সফরে আজ অযোধ্যায় এসেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রেসিডেন্ট ট্রেনে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আজ এই সফরে পৌঁছান তিনি। তার সফরের জন্য ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছিল গোটা অযোধ্যা শহর। সমস্ত এন্ট্রি পয়েন্টে ছিল ব্যারিকেড। আজ প্রায় ৪ ঘণ্টা ১০ মিনিটের এই সফরের শুরুতেই অযোধ্যায় পৌঁছে রামায়ণ কনক্লেভের উদ্বোধন করেন তিনি।

আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপ -মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা এবং কেন্দ্রীয় রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোষ সহ রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা। সংগীতশিল্পী মালিনী অবস্তির গানে এদিনের অনুষ্ঠান এক অন্যরূপ লাভ করে।

নিজের বক্তব্যের শুরুতেই এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, “অযোধ্যা মানব সেবার জন্য শ্রেষ্ঠত্বের কেন্দ্র হয়ে ওঠা উচিত। এটিকে শিক্ষা ও গবেষণার একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসেবেও গড়ে তোলা উচিত। আমাদের রাম কথার আদর্শ প্রচার ও প্রসার করতে হবে।” তিনি আরও বলেন, “সারা বিশ্বের সমস্ত সম্প্রদায় এবং বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে রাম কথার অন্তর্নিহিত মূল্যবোধ ছড়িয়ে দেওয়া উচিত। রামায়ণেই রামের বাস। বাল্মিকী মুনিও বলেছিলেন, যতদিন পৃথিবীতে নদী-পর্বত থাকবে ততদিন রামায়ণ জনপ্রিয় হয়ে থাকবে।”

এসময় কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরাও জয় শ্রীরাম স্লোগান দেন। সব মিলিয়ে আজকের এই অনুষ্ঠানে স্বল্প সময়ের মধ্যেই নিজের অনুভূতির কথা খুলে বলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর কয়েক মাস পরেই রয়েছে উত্তরপ্রদেশের নির্বাচন, ঠিক তার আগেই রাষ্ট্রপতির এই অযোধ্যা সম্পর্কে অনেকেই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। যদিও আগামী দিনে এর আদৌ কোনও প্রভাব পড়বে কিনা তা বলে দেবে সময়ই।

 

Abhirup Das

সম্পর্কিত খবর