বাংলাহান্ট ডেস্ক: রাজ কুন্দ্রা (raj kundra) শিল্পা শেট্টির (shilpa shetty) সুখের সংসারে একের পর এক আগুন লাগছে। পর্ন ভিডিও তৈরির অভিযোগে এক মাসের উপর জেল খেটে সম্প্রতি জামিন পেয়েছেন ব্যবসায়ী রাজ। স্বামীর কুকীর্তির জন্য যথেষ্ট ভোগান্তি হয়েছে শিল্পার। দাগ লেগেছে তাঁর কেরিয়ারেও। তাই এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন শিল্পা।
সূত্রের খবর অনুযায়ী, দুই সন্তান ভিয়ান রাজ কুন্দ্রা এবং সমিশাকে নিয়ে রাজের বাড়ি ছাড়তে চলেছেন অভিনেত্রী। শিল্পা ও রাজের বড় ছেলে ভিয়ান। বয়স মাত্র নয় বছর। ২০১২ র ২১ মে ভিয়ানের জন্ম হয়। বহু দিন ধরেই মেয়ের শখ ছিল শিল্পার। তাই ২০২০ র ১৫ ফেব্রুয়ারি সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তান সমিশার জন্ম দেন অভিনেত্রী। দিব্যি চলছিল চারজনের সংসার। হঠাৎ করেই তাতে যেন অন্ধকার ঘনিয়ে আসল।
গত ১৯ জুলাই পর্ন মামলায় গ্রেফতার হন রাজ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন ভিডিও তৈরি করে অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দিয়েছেন। এই ব্যবসায় প্রচুর ইনকামও হয়েছে তাঁর। যদিও রাজ সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন। তবে সবথেকে বেশি বিড়ম্বনায় সম্ভবত শিল্পাকেই পড়তে হয়েছে। একাধিক বার তাঁদের বাড়ি এবং কয়েকটি কোম্পানিতে তদন্তকারীরা তল্লাশি চালিয়েছেন।
জেরার মুখেও পড়তে হয়েছে শিল্পাকে। সে সময়েই নাকি রাজকে সামনে পেয়ে চিৎকার করে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। রাজের জন্যই বদনাম হয়েছে তাঁদের পরিবার, এই বলে কাঁদতে শুরু করেছিলেন শিল্পা। স্বামীর এই গোপন ব্যবসার কথা নাকি কিছুই জানতেন না তিনি। তাই জামিনে ছাড়া পাওয়ার পর নিজের সন্তানদের আর রাজের কাছে ঘেঁষতে দিতেও চান না শিল্পা। তাই এই সিদ্ধান্ত।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, তিনি নাকি ঠিক করেছেন স্বামীর সম্পত্তির এক কানাকড়িও নেবেন না। সম্পূর্ণ নিজের আয়ের জোরে বড় করবেন সন্তানদের। অভিনেত্রীকে নিজের ভুল স্বীকার করার পরামর্শ দিয়েছেন শার্লিন চোপড়াও। তাঁর বক্তব্য, নিজের ভুল স্বীকার করলে কেউ ছোট হয়ে যায় না।