চতুর্থ টেস্টের আগে ভারতকে দেখে কাঁপছে ব্রিটিশরা, ঝড়ের সতর্কবার্তা দিলেন নাসির

বাংলা হান্ট ডেস্কঃ লিডস টেস্টে মাত্র ৭৮ রানে অলআউট হওয়ার পর ভারতের এই লজ্জাজনক ব্যাটিং প্রদর্শনী নিয়ে এখন সরগরম সমস্ত মাধ্যম। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভনদের মত অনেকেই রীতিমত সমালোচনা শুরু করেছেন কোহলিদের। কিন্তু এই পরিস্থিতিতে ইংল্যান্ডকে কার্যত সতর্কবার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডেও লজ্জাজনক ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল ভারতীয় দল। তার ওপর পরবর্তী টেস্ট গুলিতে দলে ছিলেন না বিরাট কোহলি, মহম্মদ শামিরা। তাই মার্ক ওয়া, রিকি পন্টিংদের মতো অনেকেই মনে করেছিলেন ভারতের কামব্যাক করা প্রায় অসম্ভব।

কিন্তু বিরাট-শামি ছাড়াই দুরন্ত কাম ব্যাক করে ভারত। অধিনায়ক রাহানের নেতৃত্বে ২-১ ফলাফলে সিরিজও জিতে নেয় তারা। এবার সেকথাই ইংল্যান্ড দলকে মনে করিয়ে দিলেন নাসির। সংবাদমাধ্যমে এক আর্টিকেলে তিনি লেখেন, “মনে রাখবেন অস্ট্রেলিয়ার বিপক্ষেও তারা মাত্র ৩৬ রানে অলআউট হয়ে গিয়েছিল। তারপরেও দুরন্ত পারফরম্যান্স করে সিরিজ নিজেদের নামে করে নিয়েছিল তারা। তাও আবার যখন বিরাট কোহলি দেশে ফিরে গিয়েছেন।”

 

তিনি এও বলেন, ভারতীয় খেলোয়াড়রা হয়তো এখন দুর্দান্ত ফর্মে নেই। কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারেন তারা। আহত বাঘের মত মরিয়া কামড় দিতে ভারতের জুড়ি নেই। একইসঙ্গে লিডসে দুরন্ত পারফরম্যান্সের জন্য ইংল্যান্ড বোলারদেরও প্রশংসায় ভরিয়ে দেন নাসির। তিনি লেখেন, এই টেস্টে ইংল্যান্ডের বোলাররা দুরন্ত স্যুইং বোলিংয়ের দৃষ্টান্ত উপহার দিয়েছেন। কিন্তু ভারতীয় বোলাররা তা করতে পারেনি।

IMG 20210825 231353

তবে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মতে ভারত দুর্দান্ত কামব্যাকের চেষ্টা করবেই। তাই প্রস্তুত থাকতে হবে রুট বাহিনীকে। প্রসঙ্গত উল্লেখ্য, ৭৬ রান এবং এক ইনিংসে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। ফলাফল এখন ১-১। এই সিরিজের বাকি দুটি টেস্ট যে ভীষণ গুরুত্বপূর্ণ এ নিয়ে কোন সন্দেহ নেই। উল্লেখ্য বিরাটও বারবার বলেন, যখন সকলে আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে তখনই একজোট হয়ে ফিরে আসি আমরা। এবারও তেমন কিছু হয় কিনা তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর