বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরু থেকেই ফর্মে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০১৪ সালের মতই একইভাবে বাইরের বল তাড়া করতে গিয়ে বারবার উইকেট ছুঁড়ে দিচ্ছেন তিনি। তৃতীয় টেস্টে একটি হাফসেঞ্চুরি ছাড়া কোহলির সর্বোচ্চ রান ৪৫। এই খারাপ ফর্মের দৌলতেই এবার চতুর্থ টেস্টের আগে আইসিসি র্যাঙ্কিংয়েও অনেকটা পিছিয়ে পড়লেন রান মেশিন। এমনকি তাকে টপকে পঞ্চম স্থান দখল করে নিলেন একসময়ের টেস্ট ক্রিকেটে কার্যত ব্রাত্য হতে বসা রোহিত শর্মা।
ইংল্যান্ড সিরিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন রোহিত। দুটি অর্ধশতকের সাহায্যে এখনও পর্যন্ত ২৩০ রান সংগ্রহ করেছেন তিনি। আর সেই কারণেই এবার পঞ্চম স্থানে উঠে এলেন তিনি। অন্যদিকে শুধু মাঠে নয় মাঠের বাইরেও বিরাট কোহলিকে পরাস্ত করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। এক সময় ফ্যাভ ফোর থেকে প্রায় ছিটকে যেতে বসা রুট এখন উয়িলিয়ামসন, স্মিথকে টপকে উঠে এলেন প্রথম স্থানে। সিরিজে তিনটি সেঞ্চুরি সাথে সাথে ইতিমধ্যেই পাঁচশোর বেশি রান সংগ্রহ করে ফেলেছেন রুট। আর সেই সূত্র ধরেই তার পয়েন্ট এখন ৯১৬।
অন্যদিকে কিউয়ি ক্যাপ্টেন উইলিয়ামসন অবশ্য খুব পিছনে নেই, এখনও পর্যন্ত তার সংগ্রহ ৯০১ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা স্মিথের ঝুলিতে রয়েছে ৮৯১ পয়েন্ট। ৮৭৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ারই আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান লাবুশানে। এরপরের স্থানটি রোহিতের। হিটম্যানের সংগ্রহে বর্তমানে রয়েছে ৭৭৩। আর অন্যদিকে খারাপ ফর্মের জেরে লাগাতার পিছিয়ে পড়া কোহলির সংগ্রহ ৭৬৬ পয়েন্ট।
আশ্চর্যের বিষয় হল একসময় রোহিতকেই টেস্ট ব্যাটসম্যান হিসেবে তেমন প্রাধান্য দেওয়া হতো না। অথচ তিনিই আজ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যাটসম্যানকে পেরিয়ে তিনিই উঠে এলেন উপরে। কার্যত এক সময় সকলকে যেভাবে ভুল প্রমাণিত করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ, ঠিক তেমনটাই করে দেখাচ্ছেন রোহিতও।