মিল নেই বাস্তবের সঙ্গে! মমতার কাছে ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের রিপোর্ট চাইলেন ধনখড়

বাংলাহান্ট ডেস্কঃ কথার সঙ্গে মিল নেই বাস্তবের। ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (BENGAL GLOBAL BUSINESS SUMMIT) বিনিয়োগ সংক্রান্ত এমনই প্রশ্ন তুললেন রাজ্যপাল।

রাজ্যপাল জগদীপ ধনখড় দাবি করেছেন, ‘বাস্তবের সঙ্গে কোন মিল নেই ১২ লক্ষ কোটির টাকার বেশি বিনিয়োগের বিষয়টায়। তাই মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে বলা হয়েছে। ২০২০ সালের ২৫ শে অগাস্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পঞ্চম সংস্করণে এই বিষয়ে তথ্য জানতে চাওয়ার এক বছর কেটে গেলেও, এখনও কোন উত্তর পাওয়া যায়নি’।

https://twitter.com/jdhankhar1/status/1433363778842738695

রাজ্যপাল আরও বলেন, ‘পশ্চিমবঙ্গে শিল্প এখন অতীতের ছায়া। স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকা দরকার শিল্পায়নের প্রয়োজনে। পশ্চিমবঙ্গের অতীত গৌরব ফিরিয়ে আনার জন্য প্রয়োজন শিল্পায়নের। সংবিধান ও আইনের শাসন মেনে চলা প্রশাসনই একমাত্র পারে শিল্পায়নের পরিবেশ তৈরি করতে’।

https://twitter.com/jdhankhar1/status/1433362340745859078

রাজ্যপাল জানান, ‘মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল ২০১৬ সাল থেকে প্রতি বছরে গ্লোবাল বিজনেস সামিটে ঠিক কত খরচ করা হয়েছে? কত বিনিয়োগ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রতিটা সামিটে? কত বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে ২০১৬ সাল থেকে? এমনকি কতগুলি মউ স্বাক্ষর হয়েছে এই কবছরে? সব জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এখনও সেসব উত্তর পাওয়া যায়নি। তাই মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে বলা হয়েছে’।

Smita Hari

সম্পর্কিত খবর